ছোট্ট শিশুর ছবি পোস্ট আলিয়ার, ‘এটাই আপনাদের মেয়ে রাহা নাকি?’ প্রশ্ন নেটপাড়ার…
গত ৬ নভেম্বর রণবীর কাপুর ও আলিয়া ভাটের পরিবারে এসেছে তাঁদের আদরের মেয়ে রাহা। তবে তারপর থেকে মেয়ের মুখ দেখাননি আলিয়া ও রণবীর। সম্প্রতি মুম্বইয়ের পাপারাৎজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তবে সেখানে উপস্থিত সকলকে তাঁরা অনুরোধ জানান তাঁদের মেয়ের ছবি যেন বাইরে না আনা হয়। সেই মতো ‘রাহা’ ছবি পোস্ট করেননি কোনও পাপারাৎজি।
সে তো না হয় গেল, বৃহস্পতিবার হঠাৎ আলিয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কী এমন পোস্ট করেছেন আলিয়া? ইনস্টাগ্রামে এক শিশুকন্যার ছবি পোস্ট করেছেন রণবীর ঘরনী। আর তাতেই নেটপাড়ার জল্পনা, এটাই কি তবে তাঁদের মেয়ে রাহার ছবি? আলিয়ার পোস্টের নিচে উঠে এসেছে নানান মন্তব্য।
এক নেটিজেন লেখেন, ‘এক মুহূর্তের জন্য আমি ভাবলাম এটা রাহা’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘এটাই কি আপনার মেয়ে?’ এদিকে, তৃতীয় একজন নেটিজেন লেখেন ‘সবাই ভেবেছিল এটা রাহা… আপনার ছবির নিচে লিখে দেওয়া উচিত ছিল যে এটা রাহা নয়।’ তবে আরও একজন সাফাই দিয়ে বলেছেন, ‘যাঁরা একে রাহা ভাবছেন, তাঁদের জানা উচিত তিন মাসের মেয়ে এভাবে বসতে পারে না।’
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পরই নিজের নতুন পোশাক ব্র্যান্ড এনেছেন আলিয়া ভাট। নাম ‘এড- আ মাম্মা’। সেখানে হবু মায়েদের জন্য ছা়ড়াও শিশুদের জন্যও পোশাক রয়েছে। নিজের সেই পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্যই এই শিশুটির ছবি পোস্ট করেন আলিয়া। ছবির সঙ্গে থাকা ক্যাপশানেই সেটা স্পষ্ট। তবে তারপরেও তাঁর পোস্ট করা শিশুকন্যার ছবি ঘিরে জল্পনা বন্ধ হয়নি।
প্রায় পাঁচ বছর প্রেম করার পর গত বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া। রণবীরের মুম্বাইয়ের বাড়িতে পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে তারা গাঁটছড়া বাঁধেন। এরপর জুনে খবর দেন বাবা-মা হতে চলার। ৬ নভেম্বর মা হওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানান তাঁদের মেয়ের নাম ‘রাহা’।
নাতনির জন্য ‘রাহা’ নামটি বেছেছেন স্বয়ং নীতু কাপুর। আলিয়া ইনস্টাগ্রাম পোস্টে লেখেন- ‘রাহা নামটি বেছেছেন তাঁর অভিজ্ঞ এবং মিষ্টি দাদি (ঠাকুমা)। রাহার আক্ষরিক অর্থ হল ‘স্বর্গীয় পথ’। তবে সহিলি (Swahili) ভাষায় এই নামের অর্থ আনন্দ, সংস্কৃতে এর অর্থ বংশ আর বাংলায় রাহা নামের অর্থ বিশ্রাম, আরাম, ত্রাণ। আরবি ভাষায় এর অর্থ শান্তি, অথবা আনন্দ, মুক্তি এবং সুখ। আর একদম ওর নামের সঙ্গে মিলিয়েই প্রথমবার যখন ওকে আমরা হাতে ধরেছি, এই সবকিছু আমরা অনুভব করেছি! ধন্যবাদ রাহা, আমাদের পরিবারকে প্রাণশক্তিতে ভরিয়ে তোলবার জন্য। মনে হচ্ছে আমাদের জীবনটা সবে শুরু হল’।
For all the latest entertainment News Click Here