ছোটবেলায় বাবাকে একটুও মিস করতেন না আলিয়া, কারণ শুনলে চমকে উঠবেন
মঙ্গলবার ১৫ মার্চ ২৯-এ পা দিলেন আলিয়া ভাট। প্রখ্যাত পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদান-এর কন্যা আলিয়া। পুরনো এক সাক্ষাৎকারে বাবা মহেশ ভাট-এর প্রসঙ্গে আলিয়া জানিয়েছিলেন যে ছোটবেলায় তিনি ভাবতেন তাঁর বাবা একজন ‘তারকা’, যে তাঁদের বাড়িতে এসে হাজির হয়েছেন। তিনি আরও বলেন বাবার সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতি হল যেদিন থেকে তিনি পরিবারকে সময় দেওয়া শুরু করেছিলেন। আর তাঁদের সম্পর্ক দারুণভাবে মোড় নিল যেদিন থেকে বলিপাড়ায় পা রেখেছিলেন আলিয়া।
২০১৯ সালে জি ক্যাফে চ্যানেলে Starry Nights 2.OH শো-তে হাজির হয়েছিলেন আলিয়া এবং তাঁর মা সোনি রাজদান। সেখানেই কথায় কথায় আলিয়াকে সঞ্চালক জিজ্ঞেস করেন যে অভিভাবক হিসেবে কে বেশি কড়া, মা না বাবা? বলি-অভিনেত্রীর জবাব দেওয়ার আগেই তাঁর সোনি রাজদান বলে ওঠেন, ‘আমি। কারণ ও যখন বড় হচ্ছিল, মহেশ তো ঘরেই থাকত না। সবসময় শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকতেন।’ একই সুরে আলিয়া বলে ওঠেন যে তিনি ছোটবেলায় বাবাকে সেভাবে কখনও মিস-ই করেননি। কারণ তাঁর বাবা তো সেভাবে ঘরেই থাকতেন না।
সামান্য থেমে আলিয়া যোগ করেন, ‘আমার কাছে বলি-তারকার মতো ছিলেন উনি। হঠাৎ করে কিছুক্ষণের জন্য বাড়ি এলেন আবার দুম করে চলেও গেলেন। ছোটবেলায় বাবাকে তেমন করে কখনওই কাছে পাইনি, তাই সেভাবে মিস করতাম না। এরপর ধীরে ধীরে যখন আমাদের সময় দেওয়া শুরু করলেন, সময় কাটাতে লাগলেন তখন ওঁর কাছাকাছি যাওয়ার সুযোগ পেলাম। একসঙ্গে নানান ইন্ডোর গেমস খেলতাম। আর বাবার সঙ্গে বন্ধুত্ব শুরু হল যখন বলিপাড়ায় পা রাখলাম অভিনেত্রী হিসেবে। এখন বুঝি কেন উনি সময় পেতেন না তখন। এতরকম চাপ থাকে এই পেশায়… ‘
For all the latest entertainment News Click Here