ছোটবেলার ‘মৃত’ ভেবে দেবকে শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়! জানলে গায়ে কাঁটা দেবে
টলিউডের প্রথম সারির অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। অভিনেতার সম্প্রতি একটি পুরনো এরটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি শো-তে গিয়ে হাজির হয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে হাজির ছিলেন অভিনেত্রী রুক্মিণীও। ছোটবেলায় গাজনের মেলায় বেড়াতে যাওয়ার একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন দেব।
মুুম্বইয়ে অভিনেতার বাড়ি। ছোটবেলায় নাকি একবার গাজনের মেলা দেখতে মামাবাড়িতে গিয়েছিলেন তিনি। গ্রামের সকলের সঙ্গে আনন্দ করে মেলা দেখতে গিয়েছিলেন। তখন তিনি খুবই ছোট। সেখানেই সম্ভবত কেউ কিছু খাইয়ে দিয়েছিল তাঁকে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। টানা একদিন পর জ্ঞান ফেরে তাঁর। এদিকে গ্রামবাসীরা তাঁকে মৃত ভেবে নির্দিষ্ট সময়ের পর দাহ করতে নিয়ে যায় শ্মশানে। শাশ্বতর টক শো-তে হাজির হয়ে ভয়ঙ্কর সে অভিজ্ঞতার কথা জানান দেব।
ঘটনার দিন দেব নিখোঁজ হতেই সাংসদ-তারকার দিদা তাঁকে হন্য়ে হয়ে খুঁজতে শুরু করেন। নাতিকে না পেলে কী জবাব দেবেন মেয়ে-জামাইকে! সেই ভেবেই নাকি তিনি কান্নাকাটি শুরু করেছিলেন। শ্মশানে ফেলে যাওয়ার এক দিন পরে নাকি জ্ঞান ফেরে দেবের। সারা রাত খোঁজাখুঁজির পর তাঁকে খুঁজে পান দিদা, মামারা। ততক্ষণে অভিনেতার দিদি প্রতিজ্ঞা করেন যত তাড়াতাড়ি সম্ভব দেবকে বাড়ি পাঠিয়ে দেবেন। কারণ, তিনি তাঁর মেয়ের একমাত্র সন্তান।
এরপরই নাকি অভিনেতা দিদা মানত করেছিলেন, দেবকে খুঁজে পেলে বড় হওয়ার পর তিনি তাঁকে দিয়ে গাজনের সন্ন্যাস পালন করাবেন। দিদার মানত রাখতে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আবার মামাবাড়ির গ্রামে গিয়েছিলেন অভিনেতা। এক সপ্তাহের জন্য তিনি ‘ভক্তা’ বা গাজনের সন্ন্যাসী হয়েছিলেন। অন্যান্য সন্ন্যাসীদের মতো তখন তিনিও মন্দিরে থাকতেন। সমস্ত নিয়ম পালন করেছিলেন। আগুন, কাঁটা ঝাঁপ কোনওটাই বাদ দেননি!
For all the latest entertainment News Click Here