ছোটবেলার বন্ধুকে উপহারে মার্সিডিজ দিলেন মিকা সিং, দাম প্রায় ৮০ লক্ষ!
৩০ বছরের বন্ধুত্ব। প্রাণের বন্ধু কানওয়ালজিৎ সিংকে মার্সিডিজ উপহার দিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিং। নিদেই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে একথা জানিয়েছেন মিকা। মিকার সঙ্গে তাঁর দেওয়া উপহারের গাড়ির সামনে ছবি তুলে কানওয়ালজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে লিখেছেন, ‘৩০ বছর হয়ে গেছে আমরা একসঙ্গে রয়েছি। তিনি শুধু আমার বন্ধু বা বস নন, কিন্তু … সারাজীবনের জন্য আমরা ভাই। ’ পরে মিকার উদ্দেশ্যে তিনি আবারও লেখেন, ‘আপনার বড় হৃদয় রয়েছে।’
মিকা সিং লিখেছেন, ‘আমরা সবসময় আমাদের নিজেদের জন্য নানান কিছু কিনে থাকি, কিন্তু যারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করেন তাঁদের সম্পর্কে কখনও ভাববেন না! আমার বন্ধু অনেক সুখের দাবি রাখে’।
এক্স-শোরুম অনুযায়ী এদেশে Mercedes-Benz GLS গাড়িটির দাম প্রায় ৭৯.৭৮ লক্ষ টাকা। কানওয়ালজিৎ সিং মিকার ছোটবেলার বন্ধু বলে জানা যাচ্ছে। নেটদুনিয়ায় ছবিটির নিচে কমেন্টে বন্যা বয়ে গিয়েছে, কেউ লিখেছেন, ‘এমন বন্ধু পাওয়া যায় না, অর্জন করতে হয়।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘ এমন একটা বন্ধু তো আমারও পাওয়া উচিত’। কেউ কিছুটা হতাশ হয়ে বলেছেন, ‘হে ঈশ্বর আমারও যদি এমন একটা বন্ধু থাকত!’ কারোর কথায়, ‘শুধু টাকা থাকলেই হয় না, হৃদয়ও থাকতে হয়’। কারোর আবার দাবি, ‘আমাকে এমন একটা গাড়ি দিন প্লিজ’। বহু নেটনাগরিক মিকার বন্ধু কানওয়ালজিৎ সিংকে এমন উপহার পাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত পাঞ্জাবি ও হিন্দি গানের দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয়তা পেয়েছেন মিকা সিং। বহু বাংলা গানও গেয়েছেনব মিকা। শোনা যায় মিকা নাকি রাজার মতোই জীবনযাপন করেন। যদিও অনেকেই হয়ত জানেন না, মিকার জন্ম এরাজ্যের দুর্গাপুরে। পরিবারে ৬ ভাইবোনের মধ্যে মিকা-ই ছোট। দুর্গাপুরে জন্ম হলেও পরবর্তী সময়ে বাবা ও ভাই দলের মেহেন্দির হাত ধরে বিহারের পাটনায় গিয়ে থাকতে শুরু করেন মিকা।
For all the latest entertainment News Click Here