ছেলে ‘হ্যাপি’কে হারিয়ে শোকে কাতর নুসরত, ‘বোনুয়া’ মিমি লিখলেন…
নায়িকাদের পোষ্য প্রেমের কথা নতুন কী! টালিগঞ্জে যে সমস্ত অভিনেত্রী সন্তান স্নেহে পোষ্যদের যত্ন নেন, তাঁদের মধ্যে অন্যতম নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। আর নুসরত-মিমি বন্ধুত্ব বেশ পুরনো। সম্প্রতি সারমেয় ‘হ্যাপি’কে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন যশ-নুসরত। সোশ্যাল মিডিয়ায় ছেল হ্যাপিকে নিয়ে পোস্ট করেন নুসরত, আর তাতেই তাঁর দুঃখে সমব্যাথী হয়েছেন ‘বোনুয়া’ মিমি।
রবিবার হ্যাপিকে মনে করে নুসরত লিখেছিলেন, ‘আমাদের প্রিয় ছেলের স্নেহময় স্মৃতির উদ্দেশ্যে… এখন আমাদের বাড়িতে কারও না থাকা দিনরাত অনুভব করছি/ আমরা জানি এই সময়টা কঠিন, কাটিয়ে উঠতে শক্ত হতে হবে। আমাদের জীবনে একটা টুকরো তোমার সঙ্গে চলে গেছে। আমাদের জীবনে অনেক সুখ আর ভালোবাসা এনে দিয়েছিলে তুমি, সবসময়ের সঙ্গী ছিলে… নীরবে হলেও সবসময় পাশে থেকো। ভালোবাসি, মিস করি তোমায়। আমাদের প্রিয় সন্তান… মা এবং বাবা অপেক্ষা করবে যতক্ষণ না পরপারে আবার আমাদের দেখা হচ্ছে। আমরা তোমায় অনেকটা ভালোবাসি।’
আরও পড়ুন-‘জিহাদের পথে এলে ৭২ জন কুমারী শুধুই তোমার’, ‘৭২ হুরেঁ’র ফার্স্ট লুক টিজারে নতুন বিতর্কের গন্ধ!
আরও পড়ুন-ডেবিউ ছবির ব্যস্ততার মাঝেই দেন দ্বাদশ শ্রেণির পরীক্ষা, কত নম্বর পেয়েছেন অভিনেত্রী কেতকী কুলকার্নি?
আরও পড়ুন-‘ছেলে’ হ্যাপিকে হারালেন নুসরত আর যশ! ইনস্টাগ্রামে লিখলেন, ‘পরপারে দেখা হবে’
নুসরতের এই পোস্টেই কমেন্ট করেছেন ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী, ইন্ডাস্ট্রির সহকর্মী রুক্মিণী মৈত্র, পার্নো মিত্র, গায়িকা ইমন চক্রবর্তীরা। নুসরতের কথায় সহমত প্রকাশ করে মিমি কমেন্টে লেখেন, ‘যতক্ষণ না আমরা আবার রংধনু সেতু পেরিয়ে আবারও দেখা হয়।’
বেশকিছু সময় আগে নিজের সন্তানসম পোষ্যকেও হারিয়েছিলেন মিমিও। সেসময় তিনিও ভেঙে পড়েছিলেন। আর তাই নুসরতের এই দুঃখ তিনি আরও বেশি অনুভব করতে পারছেন। রুক্মিণী মৈত্র লেখেন, ‘ওর ভালোবাসায় ভরা স্মৃতি আপনার ভাঙ্গা হৃদয়কে মেরামত করুক.. অনেক ভালোবাসা পাঠাচ্ছি, প্রার্থনা করছি ও একটা সুখী জায়গায় আছে।’ পার্নো মিত্র নুসরতের দুঃখে সমব্যথী হয়ে আলিঙ্গন পাঠিয়েছেন, গায়িকা ইমন চক্রবর্তী লিখেছেন, ‘সোনাটা রে।’এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, হ্য়াপি আসলে ছিলেন যশের পোষ্য, তবে তাঁর সঙ্গে বিয়ের পর নুসরতও তাঁকে আপন করে নিয়েছেন।
For all the latest entertainment News Click Here