ছেলে মিশুকের জন্মদিন, থ্রোব্যাক ছবি শেয়ার করলেন প্রসেনজিৎ
একমাত্র ছেলে মিশুকের জন্মদিন। ছেলের জন্মদিন উদযাপনের থ্রোব্যাক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাড়িতেই ঘরোয়া পরিবেশে ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করেছিলেন প্রসেনজিৎ এবং অর্পিতা চট্টোপাধ্যায়। সেই ছবি অভিনেতা সামাজিক মাধ্যমে শেয়ার করতেই আবেগে ভাসলেন অনুরাগীরা।
ছবিতে দেখা যাচ্ছে, উৎসবের বাড়িতে মিশুকের জন্মদিনের ঘরোয়া পার্টি। মিশুকের সামনে রাখা দু’টি কেক। ফুটবলপ্রেমী মিশুকের জন্য রয়েছে ফুটবল কেক। ৬ জানুয়ারি সকালে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন মিশুক। তোমার জন্মদিনে ফিরে দেখা কিছু সুন্দর মুহূর্ত। যেমন সুন্দর তোমার মন, তেমনটাই থাকুক চিরকাল।’ প্রসেনজিৎ-পুত্রকে নেটমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব।
ছবিতে গাঢ় নীল রঙের জ্যাকেটে দেখা যায় বার্থ ডে বয়কে। জলপাই রঙের শীতপোশাক পরেছিলেন ‘বুম্বাদা’। নীল ডেনিম আর গোলাপি সোয়েটার টপে ধরা দেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। মিশুককে কেক খাইয়ে দেওয়া থেকে জন্মদিনের টুকরো মুহূর্ত ফুটে উঠেছে ছবিতে। পড়াশুনোর জন্য বিদেশে থাকে মিশুক। তাই এ বছরের জন্মদিন বাবা-মায়ের সঙ্গে কাটাতে পারেনি।
উল্লেখ্য, ফুটবল ভালোবাসেন মিশুক। পরিবার টলিউড ইন্ডাস্ট্রিতে দশকের পর দশক রাজত্ব করলেও, তাঁর ভালোবাসা ফুটবল। এমনকী ভবিষ্যতে নাকি সে ফুটবলার হতে চায়। জাতীয় দলে খেলতেও চায়। পেশা হিসাবে ফুটবলকেই বাছতে চায়। সমস্ত প্রস্তুতিও নিচ্ছে তার জন্য। এ বিষয় পরিবারও দারুণ খুশি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ‘আমি ভীষণ খুশি, আমার ছেলে পেশায় একজন খেলোয়াড় হতে চায়। এতে আমার বাবাও ভীষণ খুশি।’
For all the latest entertainment News Click Here