ছেলে কোলে সোহম, সদ্যোজাতর ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেতা?
তিনি অভিনেতা, রাজনীতিবিদ আবার পরিবারের জন্য কারোর স্বামী এবং দুই সন্তানের বাবাও বটে। আর এই সব দায়িত্বই দিব্যি পালন করে যাচ্ছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ১৪ জুলাই, শুক্রবার সোহমের বড় ছেলে আয়াংশের জন্মদিন। আর তাই আবেগতাড়িত হয়ে পড়লেন সোহম।
শুক্রবার ৭-এ পা দিয়েছে সোহম চক্রবর্তীর বড় ছেলে আয়াংশ। এদিন তাই ছেলের জন্মের পরের মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে তাঁকে সাদা পাঞ্জাবি-পাজামায় দেখা যাচ্ছে। হাসপাতালের কেবিনে বসে সাদা কাপড়ে মোড়া সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন তিনি। সেই ছবিটিই এদিন পোস্ট করেছেন তিনি। আরও একটি ছবি সম্প্রতি তোলা। যেখানে ছেলে আয়াংশের গালে চুমু দিতে দেখা যাচ্ছে তার অভিনেতা বাবাকে।
ছবি পোস্ট করে সোহম চক্রবর্তী লিখেছেন, ‘এই তো সেদিন এলি, জীবনের সবথেকে দামি উপহার। দেখতে দেখতে ৭ বছর কেটে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি আগামী ৭ জন্ম তুই আমারই থাক। শুভ জন্মদিন আমার ডন।’
আরও পড়ুন-এ কী করলেন ভিগনেশ! ‘জওয়ান’এ শাহরুখের সঙ্গে স্ত্রীর দৃশ্য ফাঁস করে বসলেন নয়নতারার স্বামী…
আরও পড়ুন-স্বামী রণবীর নেই, দীপিকার স্বামীর সঙ্গে এ কী কাণ্ড করছেন আলিয়া!
প্রসঙ্গত, স্ত্রী তনায়া, বাবা-মা আর দুই ছেলেকে নিয়ে সংসার অভিনেতা সোহম চক্রবর্তীর।
ছেলের জন্মদিনটা কীভাবে কাটবে? এই প্রশ্নে এই সময়কে সোহম জানান, এদিন বিশেষ কিছুই করার পরিকল্পনা নেই। বাড়িতেই ছোটখাটো আয়োজন হবে। তবে রবিবার ছেলের বন্ধুদের আমন্ত্রণ জানানো হবে। সাত বছরের আয়াংশ নাকি বাবার থেকে ফোন চেয়েছেন। তবে বিধায়ক, অভিনেতা জানিয়েছেন তিনি ফোন দেবেন না, কোনও খেলার সরঞ্জাম কিনে দেবেন ছেলেকে।
প্রসঙ্গত, অভিনেতা সোহম চক্রবর্তীকে শেষবার সায়ন্তন ঘোষালের ‘LSD-ওই লাল সুটকেশটা দেখেছেন’ নামে একটি ছবিতে দেখা গিয়েছিল। জানা যাচ্ছে, সায়ন্তন ঘোষালের আরও একটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি।
For all the latest entertainment News Click Here