ছেলের বৌভাতে ফিরল ‘মৃত’ অনুজ, ‘গুড্ডি’র মাথামুণ্ডহীন টুইস্ট দেখে বিরক্ত দর্শকরা
গুড্ডি ধারাবাহিকে অনুজের মৃত্যু হয়েছে বেশ কয়েক মাস হল। গল্প লিপ নিয়ে এগিয়ে গিয়েছে অনেকটাই। গুড্ডির পাতানো মেয়ে এবং অনুজ-শিরিনের সন্তান বড় হয়েছে। তাদের ছোটবেলার বন্ধুত্ব প্রেমের আকার নিয়েছে। বিয়েও হয়েছে। যদিও গুড্ডির তাতে বেজায় আপত্তি ছিল। কারণ শত হলেও প্রাক্তন প্রেমিক তথা স্বামীর ছেলে বলে কথা, তার সঙ্গে নিজের পাতানো মেয়ের কী করে বিয়ে দেওয়া যায়! সে যাক গে, তার অনুভূতিকে বিশেষ পাত্তা না দিয়েই ঋতুরাজ আর ঋতাভরী বিয়ে করেছে। আর তাদের বৌভাতের দিনই ঘটল সেই অঘটন যা দেখে সবার চক্ষু চড়কগাছ!
মৃত অনুজ চিতার আগুনকে বুড়ো আঙুল দেখিয়ে জীবিত হয়ে ফিরে এসেছে। শুধু ফিরে আসেনি সে সব ভুলে গেছে, শুধু বাড়িটা ভোলেনি, ভোলেনি কাকে কী বলে ডাকতো। এবং একজনকে… গুড্ডিকে। নাম শুনতেই মনের কোণে লুকানো প্রেম জেগে ওঠে। এদিকে গুড্ডি অসুস্থ হয়ে হাসপাতালে। সেখানেই দেখা করতে পৌঁছে গেল অনুজ।
দর্শকরা এমন গল্প দেখে শুনে রীতিমত তাজ্জব বনে গেছে। অনুজের ফিরে আসাটা নাহয় একরকম। কিন্তু তাই বলে গল্প যেদিকে এগোচ্ছে সেই অনুযায়ী যদি আবার গুড্ডি অনুজের বিয়ে হয় তাহলে!
সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই চলছে ট্রোল। অনেকেরই মতে ‘বাজে সিরিয়াল এবার বন্ধ করুন।’ কেউ আবার লিখলেন, ‘এবার গুড্ডি অনুজ বিয়ে করলে ঋতুরাজ আর ঋতাভরী যে বিবাহিত ভাই-বোন হয়ে যাবে!’ আরোকজন লেখেন, ‘মানেটা কী? অনুজ মারা গিয়ে আবার ফিরে এল। কোন কোম্পানি গাঁজা খেয়ে লেখিকা লিখেছেন। এই সিরিয়াল অবিলম্বে বন্ধ করা হোক।’
এটাই অবশ্য প্রথম না। আগেও গুড্ডি ধারাবাহিক নিয়ে বিস্তর ট্রোলিং চলেছে। এই ধারাবাহিকে একটা সময় পরকীয়াকে ফলাও করে দেখানো হয়েছে রীতিমত। সেটা দেখে অনেক দর্শকরাই ধারাবাহিকের নাম বদলে ‘পরকীয়ার হাড্ডি’ করার দাবি তুলেছিলেন। এখন আবার অনুজ ফিরে আসায় সেই ট্রোলিং, কটাক্ষ উসকে গিয়েছে।
বর্তমানে এই সিরিয়াল স্টার জলসায় প্রতিদিন বিকেল ৫.৩০টা থেকে সম্প্রচারিত হয়। মাঝে বন্ধ হয়ে যাবে বলে রব উঠলেও আপাতত সুন্দর গতিতেই এই ধারাবাহিক এগিয়ে চলেছে।
For all the latest entertainment News Click Here