ছেলের বলে আউট বাবা! কেমন ছিল মায়ের প্রতিক্রিয়া? কী বললেন আব্দুল রাজ্জাকের ছেলে?
ডিসেম্বর মাসে পাকিস্তানে চলছিল মেগা স্টারস টি-টেন লিগ। প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার ইনজামাম উল হক, মহম্মদ হাফিজ, শাহিদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাকও এতে অংশ নিয়েছিলেন। এক ম্যাচে রাজ্জাককে আউট করেন তাঁর নিজের ছেলে ও ফাস্ট বোলার আলি রাজ্জাক। সেই ম্যাচে নিজের রানের খাতাও খুলতে পারেননি আব্দুল রাজ্জাক। সেই ম্যাচের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এটি সকলেই বেশ পছন্দ করেন। আব্দুল রাজ্জাক পাকিস্তানের সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য হন। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করেছে। ভারতের বিরুদ্ধে তার রেকর্ডও চমৎকার।
মেগা স্টারস লিগের একটি ম্যাচ চলাকালীন, পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক তার ছেলে আলির বলে আউট হয়েছিলেন। এটি অফ স্টাম্পের বাইরে একটি লেন্থের ফ্লাইট বল ছিল যা আব্দুল রাজ্জাকের ব্যাটে লেগে কিপারের কাছে যায়। এরপরে দারুণ সেলিব্রেশন করেন আব্দুল রাজ্জাকের ছেলে আলি রাজ্জাক। সেই ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বর মাসে।
আরও পড়ুন… ৬৬ T20I খেলার পর IPL-এ অভিষেক! নজির গড়লেন জিম্বাবোয়ের সিকন্দর রাজা
গত বছরের ডিসেম্বরে একটি মেগা স্টারস লিগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাককে আউট করে ছিলেন তাঁরই ছেলে আলি রাজ্জাক। আব্দুল রাজ্জাক আউট হওয়ার সময় তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল সেটাই এবার প্রকাশ করলেন তাঁর ছেলে আলি রাজ্জাক। আলি একটি ইউটিউব চ্যানেলকে বলেন, ‘সে অনুভূতি কথায় বোঝানো যাবে না।’ আব্দুল রাজ্জাক আরও বলেন, ‘তিনি কিছু বলেননি, এবং তিনি আর কখনও এ বিষয়ে কথা বলেননি। আমার মা খুব খুশি হয়েছিলেন।’
রাজ্জাকের ছেলে একজন উদীয়মান ক্রিকেটার এবং কাশ্মীর প্রিমিয়ার লিগে মিরপুর রয়্যালসের হয়ে দারুণ পারফর্ম করেছেন। সেই সঙ্গে পাকিস্তান জুনিয়র লিগে বাহাওয়ালপুর রাইডার্সের হয়ে খেলছেন আলি রাজ্জাক। সেই দিনের ঘটনা স্মরণ করে আলি রাজ্জাক বলেন, ‘প্রথম কয়েকটি ম্যাচে বল করার সুযোগ পাইনি। আমার বাবা যখন স্ট্রাইকে আসেন, শাহিদ আফ্রিদি আমাকে বল দিয়েছিলেন। আমি কিছুটা অবাক হয়েছিলাম যে তারা আমাকে বল করতে বলছে। আমার বাবা দুর্ভাগ্যজনক হয়েছিলেন এবং তিনি আউট হয়েছিলেন।’
আরও পড়ুন… ১৫-২০ মিনিট আগেই বুঝেছিলেন জয় নিশ্চিত, ICC WC 2011 Final নিয়ে মুখ খুললেন ধোনি
ডিসেম্বরের সেই ম্য়াচে পেশোয়ার পাঠান T10 লিগের ম্যাচে করাচি নাইটসের মুখোমুখি হয়েছিল। পেশোয়ারের হয়ে খেলছিলেন আব্দুল রাজ্জাক। সেই ম্যাচের কথা বললে ১০ ওভারে ১১৩ রানের লক্ষ্য পায় দল। ইনিংসের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে বোল্ড করেন বাঁহাতি ফাস্ট বোলার আলি রাজ্জাক। এর ওপর মারতে যান আব্দুল রাজ্জাক। কিন্তু বল ব্যাটের বাইরের প্রান্তে লেগে উইকেটরক্ষকের হাতে চলে যায়। যদিও ম্যাচে জিততে পারেনি আলি রাজ্জাকের দল।
ম্যাচে প্রথমে খেলতে নেমে করাচি নাইটস ১০ ওভারে ৬ উইকেটে ১১২ রান করে। আলি রাজ্জাকও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন। তিনি ২৯৩ স্ট্রাইক রেটে ১৪ বলে ৪১ রান করেন। মারেন একটি চার ও পাঁচটি ছক্কা। দলের সঙ্গে খেলা শাহিদ আফ্রিদি ৭ বলে ২০ রান করে আউট হন। জবাবে পেশোয়ার ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে লক্ষ্য অর্জন করে। মিসবাহ উল হক ১৭ বলে ৩১ রান করেছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here