ছেলের বয়স সবে ৬ দিন! সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করলেন গওহর, ‘আল্লাহর সেরা উপহার’
গত সপ্তাহেই ফুটফুটে পুত্র সন্তানের জননী হয়েছে গওহর খান (Gauahar Khan)। ৪০তম জন্মদিনের ঠিক আগেই গওহরের কোল আলো করে এসেছে তাঁর ছোট্ট ‘শেহজাদা’। সদ্যোজাত সন্তানের প্রথম ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। মা হওয়ার পর ইনস্টাগ্রামে নিজের প্রথম ছবি শেয়ার করতে গিয়ে আবেগঘন গওহর।
মাতৃত্বের স্বাদ একদিকে যেমন উপভোগ করছেন গওহর, তেমন ছেলেকে সামলাতে গিয়েই সব এনার্জি ফুরিয়ে যাচ্ছে তাঁর, সে কথাও জানাতে ভুললেন না তিনি। মা হওয়ার পর প্রথম পোস্টে একদম নো-মেকআপ লুকে ধরা দিলেন জায়েদ দরবার ঘরণী। ছবিতে দেখা গেল মায়ের কাঁধে মাথা রাখে শান্তিতে ঘুমোচ্ছে গওহর-পুত্র। ছেলের সঙ্গে এই মিষ্টি সেলফি তুলেছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী।
ছেলের ঝলক প্রকাশ্যে আনলেও তাঁর মুখ দেখাননি গওহর। ক্যামেরার উলটো দিকেই ছিল সদ্যজাতের মুখ। মাথায় সাদা টুপি, ব্ল্য়াঙ্কেট জড়ানো অবস্থায় মায়ের কাঁধে মাথা রেখে শুয়ে আছে সে। ছবির ক্যাপশনে গওহর লেখেন, ‘ঘড়ির কাঁটা রাত ১২টা ছাড়িয়েছে, নতুন মা হিসাবে আমার প্রথম মাতৃ দিবসের একদিন অতিক্রান্ত। হ্যাঁ, মা হিসাবে ইনস্টাগ্রামে প্রথম পোস্টের আগে আমার মধ্যে একফোঁটা এনার্জি নেই যে আমি সাজগোজ করব। কিন্তু বন্ধুরা, আমি সত্যি কৃতজ্ঞ!!! আলহামদুলিল্লাহ, যাঁরা সকলে সবকিছু খুব স্পেশ্যাল করে তুলেছে আমার জন্য’।
এরপর গওহর আরও লেখেন, ‘নিজের সন্তানকে কোলে নেওয়াটাই আল্লাহর সেরা উপহার। প্রতি বছর আমি মার্দাস ডে-র শুভেচ্ছা জানিয়ে এসেছি সেই সকল মায়ের উদ্দেশে যাঁরা আমার জীবনকে প্রভাবিত করেছে, এই বছরটা খুব স্পেশ্যাল। এইবার আমার মা আমাকে বলল, হ্যাপি মার্দাস ডে বেটা!!!’ এর নামই বোধহয় জীবনচক্র জানান গওহর।
গত বুধবার ছেলের জন্ম দেন গওহর। পরদিন সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে এই সুখবর ভাগ করে নেন গওহর ও তাঁর স্বামী জায়েদ দরবার। দুজনে লেখেন, ‘আসসালাম ওয়ালাইকুম এই সুন্দর পৃথিবী, সকলকে জানাচ্ছি আমাদের অফুরন্ত খুশির ঠিকানা এই পৃথিবীর আলো দেখেছে ১০ই মে। এবার আমরা বুঝতে পারছি আসল খুশির অর্থটা কী হয়। আমাদের পুত্র সন্তান আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে এত ভালোবাসার জন্য। ইতি- কৃতজ্ঞ এবং খিলখিলিয়ে হাসতে থাকা বাবা-মা, জায়েদ ও গওহর’। এখনও পর্যন্ত ছেলের নাম প্রকাশ্যে আনেননি দুজনে।
গত ডিসেম্বরে দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে মা-বাবা হতে চলার সুখবর ভাগ করে নেন গওহর খান ও জায়েদ দরবার। করোনাকালে শুরু এই তারকা দম্পতির প্রেম কাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন ইসমাইল দরবারের পুত্র। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। করোনা লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে ‘নিকাহ’ সারেন তাঁরা। মাত্র পাঁচ মাসের সম্পর্কেই জায়েদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গওহর। আর এবার বাবা-মা হিসাবে নতুন সফর শুরু হল দু’জনের।
For all the latest entertainment News Click Here