ছেলের বয়স চার মাস, এক বছরেই পঞ্চম বিয়ে ভাঙল পরীমনির? তোলপাড় সোশ্যাল মিডিয়া!
বছরের শেষদিন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই পরীমনি! শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন ঢালিউডের সবচেয়ে বিতর্কিত নায়িকা? এই প্রশ্নই এখন সবার মনে। শুক্রবার মধ্যরাতে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন পরীমণি। যদিও সেটি পরীমনির ভ্যারিফায়েড ফেসবুক পেজ নয়, ব্যক্তিগত অ্যাকাউন্ট, এমনটাই দাবি সেদেশের সংবাদমাধ্যমের। কী লেখা রয়েছে সেই অ্যাকাউন্টের শেষ পোস্টে?
পরীমনির নামের ওই অ্যাকাউন্টে লেখা রয়েছে, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’ হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর পোস্ট করা হয়েছে পরীমনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এই সম্পর্কে বিস্তারিত জানতে পরীমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও নায়িকার সাড়া পাওয়া যায়নি। তাঁর স্বামী শরীফুল রাজের ফোনও বন্ধ, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও মেলেনি জবাব।
পরীমনির ওই পোস্টে অভিনেত্রী এলিনা শাম্মী, সঙ্গীতশিল্পী সইফ শুভ-সহ অনেকেই মন্তব্য করেছেন। এলিনা লেখেন, ‘মাথা ঠান্ডা রাখো বোন… আরেকটু ভেবে দেখার সুযোগ থাকলে, একটু ভাবো, তোমার রাজ্য র জন্য হলেও’। তবে অনেকেই পরীমনির লেখা শেষ লাইনের প্রশংসা করে লেখেন, ‘সত্যি, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’
গত মাসেই পরীমনি ও রাজের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ্যে আসে। তাঁর স্বামী শরীফুল রাজ ‘দামাল’ সহ-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন এমন অভিযোগ এনেছিলেন পরীমনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দু-চার কথা শুনিয়েও দিয়েছিলেন প্রকাশ্যে। বিদ্যা সিনহা মিম অবশ্য পরীমনির যাবতীয় অভিযোগ অস্বীকার করে ভবিষ্যতে শরীফুল রাজের সঙ্গে কাজ না করবার সিদ্ধান্তের কথাও জানিয়ে দেন। পরে স্বামীর সঙ্গে ফের মিটমাট হয়ে যায় পরীমনির। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই ফের বিস্ফোরক ফেসবুক পোস্ট পরীমনির।
কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা, তো কখনও একাধিক বিয়ে বা প্রেম সম্পর্ক। কাজের বাইরে এই সকল কারণে সারাক্ষণ চর্চায় থাকেন পরীমনি। যৌন হেনস্থার মামলায় সাংবাদিক বৈঠক ডেকে কান্নায় ভেঙে পড়া থেকে, মাদককাণ্ডে ফেসবুক লাইভে এসে কান্না- সবেতেই খুল্লমুখুল্লা পরীমনি।
চলতি বছর জানুয়ারিতে পরীমনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন, পাশাপাশি একই দিনে জানান ২০২১ সালের অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন তিনি। একেই সঙ্গে পরীমনির বিয়ে এবং সন্তানসম্ভবা হওয়ার খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল।
মাত্র সাতদিনের পরিচয়েই শরীফুলকে বিয়ে করেছিলেন পরীমনি। আর ১০ই অগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্রসন্তান, শাহেম মুহাম্মদ রাজ্য। চলতি মাসেই ধুমধাম করে ছেলের চার মাসের জন্মদিন উদযাপন করেছিলেন পরীমনি-রাজ। আচমকা হলটা কী? এই প্রশ্নের উত্তর এখন তাড়া করে বেড়াচ্ছে পরীমনি ভক্তদের।
For all the latest entertainment News Click Here