ছেলের ‘আকিকা’ দিলেন রাজ-পরীমণি, একরত্তির ছবি শেয়ার করলেন পাতানো ‘মা’ চয়নিকা
মা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ৭ দিন হাসপাতালে থাকার পর পুত্রসন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন। একরত্তিকে ঘিরেই দিন কাটছে তাঁর। সম্প্রতি হয়ে গেল পরীমণির ছেলের ‘আকিকা’ অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত ছিলেন পরীমণি ও শরিফুল রাজের ঘনিষ্ঠরা।
জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে অভিনেতা শরিফুল রাজেরও। বাবা হলেন তিনি। পরীমণি ও শরিফুল রাজের পুত্রসন্তানের ‘আকিকা’ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। সম্পর্কে পরীমণির পাতানো মা চয়নিকা। ‘আকিকা’ অনুষ্ঠানের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক। আরও পড়ুন: ‘গাঁটছড়া’য় খড়ির জেঠিমা এবার এই জনপ্রিয় খলনায়িকা, ছোট পর্দায় কামব্যাক সোনালির
সামাজিক মাধ্যমের পাতায় ছবি পোস্ট করে পরিচালক চয়নিকা চৌধুরী লেখেন, ‘অনেক কথা মুখ দিয়ে বলতে হয়না। কারণ, এর গভীরতা বলে বোঝানো যায় না। তা শুধুই অনুভবের ব্যাপার। আজ পরীমণি আর রাজ MD Sariful Islam Razz এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুইটা খাসী জবাই করা হলো আর মিলাদের ব্যাবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম। রান্না ভীষন ভালো ছিল। অনেক অনেক আশির্বাদ রাজ্য তোমার জন্যে। মায়ের মত সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো।আর বাবার মত সাহসী প্রেমিক আর কেয়ারিং হও। এই প্রার্থনা। আর নানীমা কে কিন্তু ভুলে যেয়োনা!! হুম! আদর আদর আদর।’
নিজেদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেই আকিকা দিয়েছেন পরী-রাজ দম্পতি। বুধবার সকালে নিজেদের পুত্রসন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন এই তারকা দম্পতি। আরও পড়ুন: লাল সিং চাড্ডা’ আর ‘রক্ষা বন্ধন’, বক্সঅফিসের ৭ দিনের মার্কশিটে কে আগে, কে পরে
কী এই ‘আকিকা’ অনুষ্ঠান?
‘আকিকা’ শব্দের অর্থ হল কাটা বা পৃথক করা। সন্তান জন্মের পর কৃতজ্ঞতা স্বীকার করে কোনও একটি পশুকে জবাই করা হয়, এই ইসলামী প্রথাকেই ‘আকিকা’ বলে।
পরীমণি ও শরিফুল রাজ সন্তান জন্মের পর আদর করে ছেলের নাম রেখেছেন ‘রাজ্য’। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমণি। পরীর মতো রাজের কাছেও এ সব কিছুই রূপকথার মতো। সারাক্ষণ ভেবে চলেছেন সন্তানের কথা।
For all the latest entertainment News Click Here