‘ছেলেবেলায় শারীরিক নির্যাতন নিজের চোখে দেখেছি’, কবীর সিং নিয়ে সাফাই শাহিদের
শাহিদ কাপুরের ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ‘কবীর সিং’। তবে এই ছবির জন্য কম সমালোচিত হয়নি শাহিদ। মাচো-পুরুষ কবীর সিং আদতে ভুলে ভরা একটি চরিত্র, তা মেনে নিলেন শাহিদ স্বয়ং। পাশাপাশি জানালেন ভালোবাসায় দ্বিতীয় সুযোগের দাবি সকলেই রাখে। আরও পডুন-‘গীত’ নাম পছন্দ হয়নি শাহিদের! ব্লকবাস্টার ‘জব উই মেট’ ছবির নামকরণ কে করেছিলেন?
ব্লকবাস্টার তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র রিমেক কবীর সিং। অর্জুন রেড্ডি পরিচালক, সন্দীপ রেড্ডি ভাঙ্গাই ছবির হিন্দি রিমেকটিও পরিচালনা করেছেন। কবীর সিং নিয়ে সমালোচকদের অভিযোগের ফিরিস্তি দীর্ঘ। নারীবাদীদের কথায়, ছবি জুড়ে ‘গ্লোরিফাই’ করা হয়েছে ‘অসুস্থ পুরুষতন্ত্র’কে। যে প্রয়োজনে প্রেমিকার গায়ে হাত তুলতেও পিছপা হয় না, অচেনা মহিলার কাছে যৌনতার প্রস্তাব দেয়। রাগী, ইগোইস্ট, উগ্র পৌরুষে ভরা পুরুষতন্ত্রের প্রতিভূ ‘কবীর সিং’কে সহজভাবে গ্রহণ করেননি অনেক দর্শকই। পর্দার কবীর সিং এতদিনে মুখ খুললেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে।
এক সাক্ষাৎকারে শাহিদ জানান, ‘আমি ছেলেবেলায় নিজে শারীরিক নির্যাতনের সাক্ষী থেকেছি। আমি জানি আপনি কী বলতে চাইছেন। ওটা একটা ক্রুটিপূর্ণ প্রেমের গল্প, যে গল্পের মেয়েটি খুব সাধারণ, ছা-পোষা আর ছেলেটি ট্যালেন্টেড, প্রতিভাবান অথচ অ্যাগ্রেসিভ এবং অত্যন্ত অশান্ত মনের মানুষ। বিশ্বাস করুন,বাস্তব জীবনে এমন অনেক ঘটনা ঘটে’।
শাহিদ মিড-ডে’কে দেওয়া ওই সাক্ষাৎকারে আরও বলেন, তাঁর চোখে কবীর সিং ‘হিরো’ নয়। অভিনেতা জানান, কবীর সিং ওই গল্পের মুখ্য চরিত্র কিন্তু সে নায়ক নয়। সব কেন্দ্রীয় চরিত্রই যে ভালো মানুষ হবে সেই শর্ত তো নেই। দেবদাস-এর প্রসঙ্গ টেনে শাহিদ বলেন- দেবদাসও নায়ক ছিল না,কারণ সে পার্বতীর উপর শারীরিক অত্যাচার করেছে। তবে শাহিদের চোখে দেবদাস দুর্দান্ত ছবি।
অভিনেতা আরও জানান ভালোবাসায় প্রত্যেকের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। তিনি বলেন, ‘আমি বলতে চাইছি, ভালোবাসায় ভুল তো সকলেই করে। কিন্তু আমরা কি দ্বিতীয় সুযোগ পেতে পারি না? আমরা কি সকলে আদর্শ মানুষ? প্রত্যেকে দাবি রাখে দ্বিতীয় সুযোগের। সে যতই খারাপ হোক না কেন। আমি একবারও বলছি না কবীর সিং দারুণ মানুষ। সে অশান্ত, ওর নিজস্ব সমস্যা রয়েছে। রাগ সংবরণ করতে সে ব্যর্থ। সমাজ তাকে মেনে নেয় না, নিজেই নিজেকে ধ্বংস করছে সে। আপনি তো ঝলকেই বলে দিচ্ছেন এটা সেইরকম একটা মানুষের গল্প। তাই কবীর সিং-কে তো মহান হওয়ার দরকার নেই। কিছু মানুষের কাছে ঠিক আর ভুল, এটা খুব জরুরি। কিন্তু আমার মনে হয়, জীবনে সবকিছুই ঘটে। সেটা পর্দায় দেখানোই যায়’।
২০১৯ সালে মুক্তি পাওয়া কবীর সিং, সেই বছরের অন্যতম ব্লকবাস্টার ছবি। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করেছিলেন কিয়ারা আডবানি।
For all the latest entertainment News Click Here