‘ছেলেকে পেয়ে ভালো হয়ে গিয়েছে’, মা হিসেবে পরীমনি কেমন, জানালেন স্বামী শরিফুল রাজ
অগস্টেই মা হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। গত দু’বছর ধরে চর্চায় আছেন তিনি। প্রথমে মাদক মামলায় জেলে যাওয়া, তারপর বেরিয়ে নানা বিতর্কিত কথা বলা, শরিফুল রাজের সঙ্গে হঠাৎ বিয়ে ও প্রেগন্যান্সির খবর নিয়ে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুল জানালেন, সন্তানকে পেয়ে ভালো হয়ে গিয়েছেন পরীমনি। এমনকী, ছেলে মুখের দিকে তাকালে নাকি আনন্দে চিৎকার করা শুরু করে দেন।
পরীমনির ছেলে হওয়ার প্রথম খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন শরিফুলই। লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার প্রিয় পরীমনিকে অনেক অভিনন্দন। ছেলে হয়েছে। মা ও ছেলে একদম সুস্থ আছে।’ বরের নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাজ্য রেখেছেন অভিনেত্রী। আরও পড়ুন: কেবিসিতে প্রজাতন্ত্র দিবস নিয়ে এই প্রশ্নের জবাব ভুল দেওয়ায় ফসকাল ১ কোটি! আপনি জানেন?
পরী আর রাজ্যর ব্যাপারে সম্প্রতি শরিফুল জানান, বাড়িতে সারাক্ষণ ছেলের সঙ্গেই সময় কাটান পরীমনি। বিছানায় শুয়ে ছেলের সঙ্গেই খেলা করেন। মাঝেমাঝে ছেলেকে রাজ্য রাজ্য বলে ডাকতে থাকে। ছেলে একটু তাকালেই পরীমনি পাগল হয়ে যায়। খুশিতে চিৎকার করতে থাকে। এত খুশি ওকে আগে কখনও দেখিনি। রাজ্যকে পেয়ে যেন সারা রাজ্যের খুশি পেয়ে গিয়েছে ও। আমার তো মনে হয় ও জীবনের সেরা সময় পার করছে এখন। আরও পড়ুন: সেরা অভিনেতা রণবীর, সেরা অভিনেত্রী কৃতি, বিজয়ী তালিকা-জুড়ে শুধুই শেরশাহ আর উধম
শরিফুল আরও জানান, এখন থেকেই ছেলেকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে পরীমনি। কোন স্কুলে পড়াবে, কোথায় কোথায় ঘুরবে সব বলতে থাকে আমাকে। আমি ওর কথা শুনি আর হাসি। আমায় সেদিন বলছে, আমাদের পরিবার বড় হয়ে গেল। এর আগে আমরা ২ জন ছিলাম এখন তিন জন।
প্রসঙ্গত, মাদকমামলায় জেলমুক্তির পর গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির শ্যুটিং শুরু করেছিলেন পরীমনি। তারিখটা ১১ অক্টোবর। আর এই ছবিতে পরীর নায়ক রাজ। আর সাতদিন পরেই রাজকে বিয়ে করে নেন পরীমনি! না, সিনেমার গল্প নয় এটাই বাস্তব। এরপর ১০ জানুয়ারি মাসেই সকলের সামনে ধুমধাম করে রাজকে ফের বিয়ে করেন পরীমনি। হাসপাতাল থেকে পরীর বেবিবাম্প-সহ ছবিও ভাইরাল হয়। প্রেগন্যান্সিতে কাজ করেছেন। তবে এখন লম্বা একটা ব্রেক। সন্তানের সঙ্গেই সময় কাটাতে চান। এখনই পর্দায় ফিরছেন না।
For all the latest entertainment News Click Here