ছেলেকে ত্যাজ্য করবেন ফারহা! কপিলের শো-তে এসে ঘোষণা বলি-পরিচালকের
কপিলের শো-তে এসে নিজের ছেলে জার-কে ত্যাজ্যপুত্র করার ঘোষণা করলেন বলি-পরিচালক ফারহা খান! সম্প্রতি, ‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রবিনা ট্যান্ডন এবং ফারহা খান। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শো-এর ওই এপিসোডের একটি প্রমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই ফারহাকে বলতে শোনা যাচ্ছে যে কিছুদিন আগে বাড়ির মধ্যেই পড়ে ফিয়ে পায়ে যথেষ্ট চোট পেয়েছিলেন তিনি। শোনামাত্রই কৌতূহলী হয় কপিল জিজ্ঞাসা করেন ব্যাপারটি ঠিক কী হয়েছিল।
জবাবে, ‘ম্যায় হুঁ না’র পরিচালক জানান যে তাঁর বাড়ির সুইমিং পুলের সিঁড়িতে পা হড়কে পড়ে গেছিলেন তিনি। সেখানেই না থেমে নিজের চিরাচরিত রসবোধকে সঙ্গী করে ফারহা ফের বলে ওঠেন, তিনি নয় বরং তাঁর বদলে বদলে পা হড়কে পড়ে যাওয়া উচিত ছিল তাঁর স্বামী শিরিষ কুন্দরের। কেন? সেকথার জবাবও ফারহা দিয়েছেন নিজেই, ‘আরে সুইমিং কস্টিউম পরে ছিলাম যে!’
কপিলের শো-তে এসে নিজের ছেলে জার-কে ত্যাজ্যপুত্র করার ঘোষণা করলেন বলি-পরিচালক ফারহা খান! সম্প্রতি, ‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রবিনা ট্যান্ডন এবং ফারহা খান। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শো-এর ওই এপিসোডের একটি প্রমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই ফারহাকে বলতে শোনা যাচ্ছে যে কিছুদিন আগে বাড়ির মধ্যেই পড়ে ফিয়ে পায়ে যথেষ্ট চোট পেয়েছিলেন তিনি। শোনামাত্রই কৌতূহলী হয় কপিল জিজ্ঞাসা করেন ব্যাপারটি ঠিক কী হয়েছিল।
জবাবে, ‘ম্যায় হুঁ না’র পরিচালক জানান যে তাঁর বাড়ির সুইমিং পুলের সিঁড়িতে পা হড়কে পড়ে গেছিলেন তিনি। সেখানেই না থেমে নিজের চিরাচরিত রসবোধকে সঙ্গী করে ফারহা ফের বলে ওঠেন, তিনি নয় বরং তাঁর বদলে বদলে পা হড়কে পড়ে যাওয়া উচিত ছিল তাঁর স্বামী শিরিষ কুন্দরের। কেন? সেকথার জবাবও ফারহা দিয়েছেন নিজেই, ‘আরে সুইমিং কস্টিউম পরে ছিলাম যে!’
|#+|
সেখানেই শেষ নয়। তিনি আরও জানান যে তাঁকে এভাবে পড়ে যেতে দেখে তাঁর দুই মেয়ে দিভা এবং অন্য ছুটে এসেছিল। এসেছিল ছেলেও। কিন্তু ছেলে এসেছিল পাসওয়ার্ড জানতে! তা দেখেই অবাক হয়ে গেছিলেন ফারহা। এরপরেই ছেলেকে নাকি তিনি জানিয়েছেন যে সে তাঁর মায়ের সম্পত্তির উত্তরাধিকার হওয়ার যোগ্যতা হারিয়েছে। সোজা কোথায়, তাঁকে ত্যাজ্যপুত্র করবেন ফারহা। ‘হ্যাপি নিউ ইয়ার’ এর পরিচালকের মুখে একথা শুনে ততক্ষণে হেসে গড়াগড়ি কপিল এবং রবিনা।
For all the latest entertainment News Click Here