ছেঁড়া ব্যাগি গ্রিন পরে সমালোচিত, ‘ভিলেন’ ইঁদুরকে দুষলেন স্টিভ স্মিথ!
শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ‘ব্যাগি গ্রিন’ টুপি। গাঢ় সবুজ রঙের এই টুপিই বছরের পর বছর ধরে পরেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলা সকল ক্রিকেটার। জাতীয় টেস্ট দলে অভিষেক হওয়ার দিনেই যে কোন অজি ক্রিকেটারকে উপহার দেওয়া হয় এই বিশেষ টুপিটি। জাতীয় দলের হয়ে যতদিন পর্যন্ত টেস্ট খেলেন কোন ক্রিকেটার তিনি সেই টুপি পরেই খেলতে নামেন। স্টিভ স্মিথও তাঁর ব্যতিক্রম নন। দেশের মাটিতে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দেন স্মিথ। সেই সময়তে তিনি ছেঁড়া ব্যাগি গ্রিন টুপি পরেই খেলতে নেমেছিলেন। যে কারণে তাঁকে প্রবল সমালোচনার মধ্যে পরতে হয়েছিল। আর এই ঘটনার পিছনে স্মিথ ‘ভিলেন’ বানিয়েছেন ইঁদুরকে!
আরও পড়ুন… ICC পক্ষপাতদুষ্ট কারণ ভারতের থেকেই ওদের টাকা আসে, ফের হা হুতাশ রামিজ রাজার
স্মিথের ছেঁড়া ব্যাগি গ্রিন সমর্থকদের চোখ এড়ায়নি। মাঠ হোক বা মাঠের বাইরে দর্শকদের চোখে ধরা পড়ে যায় সেই ছেঁড়া ব্যাগি গ্রিন টুপি। ফলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে স্টিভ স্মিথকে। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন স্মিথ। উল্লেখ্য এটি তাঁর কেরিয়ারের ৮৮তম টেস্ট ম্যাচ। অর্থাৎ এই এক টুপি পরে তিনি ইতিমধ্যেই খেলে ফেলেছিলেন ৮৭টি টেস্ট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি ছিল তাঁর কেরিয়ারের ৮৮ তম টেস্ট ম্যাচ।
আরও পড়ুন… বুড়ো হাড়ে ভেল্কি, টি২০-তে বড় নজির শোয়েব মালিকের, সামনে শুধু গেইল
ব্যাগি গ্রিন টুপিকে ‘ন্যাশনাল আইকন’ হিসেবে ধরা হয়। সেখানে স্মিথ ছেঁড়া টুপি পরাতে তাঁর সমালোচনা হয় প্রবল। স্মিথের টুপির সামনের দিকের বেশ কিছুটা অংশ ছেঁড়া ছিল। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং স্মিথ। তিনি জানিয়েছেন এই সমস্যার জন্য ‘ভিলেন’ একটি ইঁদুর। দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছেন, ‘ গলে (শ্রীলঙ্কা) টেস্ট ম্যাচের দিনের খেলা শেষে আমি টুপিটা ড্রেসিংরুমেই রেখে গিয়েছিলাম। পরের দিন এসে দেখি এই অবস্থা হয়েছে। আমার মনে হয় ইঁদুরের জন্য এই অবস্থা হয়েছে। আমি এই সপ্তাহেই টুপিকে সারিয়ে ফেলব। টুপিটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে।’ উল্লেখ্য অ্যাডিলেড টেস্টে স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ৪১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ দলকে।
For all the latest Sports News Click Here