ছেঁড়া চটি পরে ঘুরছেন সুদীপা, কেন এমন বেহাল দশা সঞ্চালিকার, দেখুন ভিডিয়ো
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছেন সুদীপা চট্টোপাধ্যায়ের। সেখানে ছেঁড়া চটি পরে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োতে নিজেই বিস্তারিত জানিয়েছেন কী ঘটেছে।
বাড়িতে একাধিক সারমেয় রয়েছে সঞ্চালিকা সুদীপার। তাঁর সারমেয় প্রেমের কথা কারও অজানা নয়। প্রায়শই নিজের প্রিয় পোষ্যদের সঙ্গে নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করেন সুদীপা। ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছেন রান্না ঘরের রানি।
বাড়ির একটাও চপ্পল আস্ত নেই সুদীপার। কামড়ে, ছিঁড়ে সব কটার বেহাল দশা। আর এই কাণ্ড ঘটিয়েছে সুদীপার ৬ মাস বয়সী সন্তানসম সারমেয় ছানা। ইনস্টাগ্রামে শেয়ার করা নতুন ভিডিয়োতে তিনি দেখিয়েছেন, বাড়িতে সারি সারি সাজানো নানা ধরনের জুতো। কিন্তু কোনওটিই বাড়ির বাইরে পরে বার হওয়ার যোগ্য নয়। পুচকে গ্রেট ডেনের দুষ্টুমির ফল এটা। ভিডিয়োতে ছেঁড়া চপ্পল পরে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: ‘লিওনের মতো ছবি করতে চাই’, পাঠানের পর ‘বয়স্ক, শান্ত’ চরিত্রে অভিনয় করতে চান শাহরুখ
নিজের সাধের ভানুকে কয়েরক মাস আগে হারিয়েছেন সুদীপা। এ আঘাত বড় প্রবলভাবে বেঁধেছিল তাঁর বুকে। তাঁর আদরের পোষ্য ভানু মারা যাওয়ার পর ভেঙে পড়েছিলেন তিনি। রাতেও ঘুমোতে পারছিলেন না ঠিকঠাক। স্ত্রীকে আবার স্বাভাবিক করে তুলতে নতুন এক সারমেয় ঘরে এনেছেন অগ্নিদেব। জাতে সে গ্রেট ডেন। তাঁর নাম রেখেছেন ‘ভান্টু’ অর্থাৎ ‘ভানু’ পার্ট টু। তাঁর এই দুষ্টুমি নিয়েই দিন কাটছে সুদীপার।
For all the latest entertainment News Click Here