ছুরি হাতে বিয়ের প্রস্তাব, ‘ভয়ঙ্কর’ ফ্যানের থেকে বাঁচতে গাড়িতে লুকিয়ে ছিলেন আশা!
ছয় ও সাতের দশকে যেসব অভিনেত্রীরা বলিউড দাপিয়ে বেরিয়েছিলেন তাঁদের মধ্যে আশা পারেখ-এর নাম থাকবে একেবারে উপরের দিকেই।একবার এক সাক্ষাৎকারে আশা জানিয়েছিলেন কীভাবে এক ‘ভয়ঙ্কর’ ফ্যানের হাত থেকে বাঁচতে গাড়ির মধ্যে লুকিয়ে পড়েছিলেন তিনি। রীতিমতো ভয়ে সিঁটিয়ে ছিলেন তিনি! ২০১৭ সালে দেওয়া সেই সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আশা জানিয়েছিলেন যখন ওই ‘ফ্যান’-কে তাঁর প্রতিবেশীরা চলে যেতে বলেছিলেন সে তো ওই জায়গা ছেড়ে নড়েইনি, উল্টে ছুরি বের করে তাঁদের প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল। তা কী ছিল ওই আশা-ভক্তের দাবি? নায়িকাকে বিয়ে করতে হবে!
এরপর পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরেও ওই ব্যক্তির কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন ‘তিসরি মঞ্জিল’-এর নায়িকা। আর্থার রোডের জেল থেকে আশাকে চিঠি লিখেছিল সে। ওই চিঠিতে লেখা ছিল, আশা যেন জামিনে তাঁকে বের করে নিয়ে যায় জেল থেকে। .এরপর ভালোবাসার কথাপ্রসঙ্গে জানান জীবনে একবারই মিত্র তিনি সম্পর্কে জড়িয়েছিলেন, প্রেমে পড়েছিলেন। তিনি, পরিচালক-প্রযোজক নাসির হুসেন। তবে তাঁদের সেই সম্পর্ক নিয়ে জনমানসে কোনওদিনই কেউই মুখ ফুটে কিছু জাহির করেননি। আশার কথায়, ‘এটুকুই। জানত্মা সেই সম্পর্কের পরিণতি বলে কিছু ছিল না।’
প্রসঙ্গত, ১৯৫৯ সালে ‘দিল দেকে দেখো’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড়পর্দায় ডেবিউ করেছিলেনআশা পারেখ। বিপরীতে ছিলেন শাম্মি কাপুর। পরবর্তী সময়ে ‘জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়’, ‘তিসরি মঞ্জিল’, ‘দো বদন’, ‘বাহারো কে সপনে’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে দেখা গিয়েছিল আশা পারেখকে।
For all the latest entertainment News Click Here