ছুটি কাটিয়ে RCB শিবিরে যোগ দিলেন বিরাট, সঙ্গে এবি ডি’ভিলিয়ার্সও
আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। করোনা পর ফের হোম অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আইপিএল। ফলে সব দল নিজের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে। ফলে সমর্থকদের মধ্যেও বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে।
সব সব দল নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত। ইতিমধ্যেই জাতীয় দলে থাকা ক্রিকেটাররা একে একে যোগ দিতে শুরু করে দিয়েছেন। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে যোগ দিলেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক দলের সঙ্গে যোগ দেওয়ায় স্বাভাবিক ভাবেই উন্মাদনা তুঙ্গে। আরসিবি টুইট করে বিরাটের দলে যোগ দেওয়ার কথা জানিয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে মাত্র কয়েক দিনের জন্য বাড়ি ফিরে যান বিরাট। কয়েক দিনের ছুটি কাটিয়ে আরসিবি দলের সঙ্গে যোগ দিলেন তিনি। নতুন উদ্যমে ফিরতে মরিয়া আরসিবির প্রাক্তন অধিনায়ক। গত কয়েক বছর অফ ফর্মের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি সেরা ফর্মে রয়েছেন। তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন কোহলি। এবার সেই ফর্মও আইপিএলে বজায় রাখতে চান ভিকে।
শুধু বিরাট একা নন, এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন এবি ডি’ভিলিয়ার্সও। ফলে দুই ক্রিকেটার ফেরায় পুরো দল নিয়ে অনুশীলন শুরু করে দিতে আর কোনও রকম সমস্যায় রইল না আরসিবি টিম ম্যানেজমেন্টের। এখন এটাই দেখার হেভিওয়েট দল গড়েও চ্যাম্পিয়ন হতে পারে কিনা আরসিবি। প্রতি বছর ভালো দল গড়েও খালি হাতে ফিরতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এবার আরসিবির ভাগ্যের চাকা ঘোরে নাকি সেটাই দেখার বিষয়।
এই দুই ক্রিকেটার ছাড়াও শুক্রবার রাতে আরসিবি দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইল। একে একে দলের সঙ্গে যোগ দেওয়ায় মাঠের বাইরে যেমন উন্মাদনার পারদ বেড়েছে, তেমনই এবার চ্যাম্পিয়ন হওয়ার খিদেও বহুগুনে বেড়ে গিয়েছে বিরাট কোহলি, এবিডিদের। স্বাভাবিক ভাবেই যত দিন এগোচ্ছে আইপিএলের উন্মাদনাও বাড়ছে। আরসিবি এবারের আইপিএলের অভিযান শুরু করছে ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। নিজেদের হোম গ্রাউন্ডে। ফলে প্রথম ম্যাচেই বিরাট-রোহিত লড়াই দেখা যাবে। ঘরের মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ একেবারেই হারতে চাইবে না আরসিবি। সর্ব শক্তি দিয়ে মুম্বই বধের জন্য নামবেন তারা।
For all the latest Sports News Click Here