ছিলেন ফিল্ডিং কোচ, তাঁকেই অন্তর্বর্তীকালীন হেডকোচ করে দিল পাকিস্তান
শুভব্রত মুখার্জি: পাকিস্তান সিনিয়র ক্রিকেট দলের নয়া প্রধান কোচের ঘোষণা করা হল পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির তরফে। গ্রান্ট ব্রাডবার্নকে আপাতত অন্তর্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সামনেই রয়েছে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। আপাতত সেই সফরের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রান্ট ব্রাডবার্নকে। ফলে বলা যায় পুরনো জায়গাতেই নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন গ্রান্ট ব্রাডবার্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করল পাকিস্তান।
শুক্রবারেই পিসিবির তরফে প্রাক্তন নিউজিল্যান্ডের ক্রিকেটারকে অন্তর্বর্তীকালীন কোচ করার কথা এক বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ডের সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু পাটিককে। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তান, ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে। ওই সিরিজে পাক দলকে ভুগিয়েছে তাঁদের ব্যাটিং। ফলে এবার ব্যাটিংয়ের উন্নতিতে আলাদা করে জোর দিচ্ছে পিসিবি।
প্রসঙ্গত পাকিস্তান দলের সঙ্গে এর আগেও কাজ করেছেন ব্রাডবার্ন। ২০১৮ সালে বাবর আজমদের ফিল্ডিং কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর হাই পারফরম্যান্স কোচিংয়ের প্রধানের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তিনি ২০২১ পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন তিনি। সাকলাইন মুস্তাকের সঙ্গে চুক্তি শেষ হয়েছে পিসিবির। ফলে এখন সিরিজ ধরে ধরে প্রধান কোচ নিয়োগ করছে পাকিস্তান। যতদিন না পর্যন্ত পাকাপাকিভাবে কোচ নিয়োগ করা হবে ততদিন এই পদ্ধতি অবলম্বন করবে পাকিস্তান।
এর আগে তাঁরা আফগানিস্তান সিরিজের জন্য দায়িত্ব দিয়েছিল দলের প্রাক্তন বাঁহাতি স্পিনার আব্দুল রহমানকে। নিউজিল্যান্ড সিরিজে তিনি থাকছেন বাবর আজমদের সহকারী কোচ হিসেবে। আগের মতোই বোলিং কোচের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল। নিউজিল্যান্ডের ঘরের মাঠে পাঁচটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান।
For all the latest Sports News Click Here