ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড, দেখে নিন সন্ত্রাসবাদ নিয়ে তৈরি ‘৭২ হুঁরে’র ট্রেলার
‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কের আঁচ এখনও গনগনে। এর মাঝেই সন্ত্রাসবাদ আর ধর্মান্ধতার প্রেক্ষাপটে তৈরি ‘৭২ হুরেঁ’র ট্রেলার প্রকাশ্যে এল। এই ছবির ট্রেলার মুক্তি ঘিরেই বিতর্ক তুঙ্গে। মুম্বইয়ে এক আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। বুধবার নির্দিষ্ট দিনেই মুক্তি পেল ছবির প্রচার ঝলক। যদিও সিবিএফসি ‘৭২ হুরেঁ’র ট্রেলারকে সবুজ সংকেত না দেওয়ায় মাল্টিপ্লেক্সে তা প্রদর্শিত হয়নি।
সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত এই ছবিতে লিড রোলে অভিনয় করছেন পবন মালহোত্রা এবং আমির বশির। এই ছবির সহ-প্রযোজকের ভূমিকায় রয়েছেন অশোক পণ্ডিত। এদিন ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন- ‘যেমনটা কথা দিয়েছিলাম, আমাদরের ছবি ৭২ হুরেঁ-র প্রথম ঝলক। আমি নিশ্চিত এটি আপনাদের ভালো লাগবে। সন্ত্রাসবাদী গুরুর কথামতো জন্নতে পৌঁছে ৭২ জন ভার্জিন মেয়ের সান্নিধ্যর বদলে যদি ভয়ঙ্কর মৃত্যুই কপালে জোটে, তাহলে? ৭ই জুলাই, ২০২৩ এই ছবি মুক্তি পাবে’।
ছবির ট্রেলারের শুরুতেই দেখা গেল, ধর্মীয়স্থানে এক মৌলবী মগজ ধোলাই করছেন, সন্ত্রাসবাদের পাঠ দিতে গিয়ে মৃত্যুর পর ৭২ জন কুমারী মেয়ের সঙ্গ পাওয়ার লোভ দেখানো হচ্ছে। ধর্মান্ধ দুই সন্ত্রাসবাদী মৌলবীর কথা শুনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাবে মুম্বইতে। কিন্তু তারপর কঠিন সত্য়ের মুখোমুখি সেই দুই সন্ত্রাসবাদীর আত্মা। তবে কি ধর্মের জন্য জীবন উৎসর্গ করে ভুল করল? হাজারো প্রশ্ন ঘর করে মনে। তবে জবাব মেলে না।
ট্রেলার ঘিরে বিতর্ক
‘৭২ হুরেঁ’ নিয়ে আগেই আপত্তি জানিয়েছে একাধিক মুসলিম নেতা এবং ধর্মগুরু, এই ছবির বিরুদ্ধে রয়েছে ইসলামদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মঙ্গলবার সেন্সর বোর্ড ছবির ট্রেলারকে সার্টিফিকেট ইস্যু করতে অস্বীকার করে। ছবির সহ-প্রযোজক অশোক পণ্ডিত জানান, ‘আমরা ছবির ট্রেলারে একটি মৃতদেহের পা দেখিয়েছিলাম, তা সরিয়ে ফেলতে বলেছে সেন্সার বোর্ড। এছাড়া কোরানের উল্লেখ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
ট্রেলার লঞ্চের আসরে প্রযোজক বলেন, ‘আমাদের একটা প্রশ্ন, ছবির মধ্যে যে দৃশ্য় রয়েছে, যে সংলাপ রয়েছে যা ইতিমধ্যেই সেন্সরের ছাড়পত্র পেয়েছে তা ট্রেলারে দেখানো হলে আপত্তি কোথায়? ছবিকে ইতিমধ্যেই সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে। এই দ্বিচারিতা নিয়েই আমাদের সমস্যা রয়েছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি’। তিনি আরও যোগ করেন, এই ছবি কোনও নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কেবলমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ছবিটি ভারতীয় প্রেক্ষাগৃহে ৭ই জুলাই মুক্তি পাবে।
For all the latest entertainment News Click Here