ছাংতের ম্যাজিক পাস, মনবীরের গোল, কুয়েত বধ ভারতের! জিততেই কেঁপে উঠল বিদেশের মাঠ

India vs Kuwait Highlights: লালিনজুয়ালা ছাংতের ম্যাজিক পাস, মনবীর সিংয়ের দুর্দান্ত ফিনিশ – আর সেটার সৌজন্যে ১-০ গোলে জিতল ভারত। কুয়েত থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে টিম ইন্ডিয়া। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ড এবং ২০২৭ সালের এশিয়ান কাপে ভারতের টিকিট পাওয়ার সেই জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভারত বনাম কুয়েত ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

17 Nov 2023, 12:22:27 AM IST

India vs Kuwait LIVE: বড় জয় ভারতের

২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ড এবং ২০২৭ সালের এশিয়ান কাপের টিকিট পাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় জয়। কারণ প্রথম গ্রুপের দুটি দল সেই সুযোগ পাবে। খাতায়কলমে শীর্ষে থাকার কথা কাতারের। দ্বিতীয় স্থানের জন্য ভারতের মূল লড়াই কুয়েতের সঙ্গে। 

17 Nov 2023, 12:05:30 AM IST

India vs Kuwait LIVE: কুয়েতে যেন হোম ম্যাচ ভারতের! ম্যাচ জিততেই কেঁপে উঠল স্টেডিয়াম

কুয়েতের জাবের আল-আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ বাঁশির পর যেভাবে আওয়াজ হল, তাতে মনে হচ্ছিল যেন হোম ম্যাচ খেলছে ভারত। পুরোপুরি কেঁপে ওঠে স্টেডিয়াম। যে ভারতীয় সমর্থকরা ছিলেন, তাঁরা ‘ভাইকিং ক্ল্যাপ’ দেন। তাঁদের ধন্যবাদ জানাতে যান সুনীল ছেত্রীরা।

16 Nov 2023, 11:59:47 PM IST

India vs Kuwait LIVE: ১-০ গোলে জিতে বিশ্বকাপের কোয়ালিফায়ার অভিযান শুরু ভারতের

ফুলটাইমের বাঁশি বাজল কুয়েতে। ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে জিতল ভারত। ১-০ গোলে হারাল কুয়েতকে। একমাত্র মনবীর সিং (৭৫ মিনিট)।

16 Nov 2023, 11:58:16 PM IST

India vs Kuwait LIVE: শেষ ২ পরিবর্তন ভারতের

৯০+৬ মিনিট: শেষ দুটি পরিবর্তন ভারতের। সুনীল ছেত্রী এবং সুরেশ সিংকে তুলে নিলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। নামালেন রোহিত কুমার এবং রাহুল কেপিকে। সময় পার করার জন্য পরিবর্তন।

16 Nov 2023, 11:57:01 PM IST

India vs Kuwait LIVE: লালকার্ড রেফারি! ১০ জন হয়ে গেল কুয়েত

৯০+৪ মিনিট: মেরে ফেলার ফল! কয়েক মিনিটের জোড়া হলুদ কার্ড ফয়জল আল হারবিকে। অনেক উঁচুতে বুট তুলে দেন। ছাংতের পেটের কাছে লাগে। রেফারি বাঁশি বাজিয়েই হলুদ কার্ড দেখান। ডবল হলুদ কার্ড। লাল কার্ড হয়ে গেল। প্রতিবাদ আল হারবির। কিন্তু তিনি যে কী করেছেন, সেটা ভালোভাবেই জানেন। সঠিক সিদ্ধান্ত রেফারির। ১০ জন হয়ে গেল কুয়েতের।

16 Nov 2023, 11:54:07 PM IST

India vs Kuwait LIVE: গোল খেয়ে আক্রমণে কুয়েত, মেরে খেলছে, কাতরাচ্ছেন থাপা

৯০’+২ মিনিট: গোল খেয়ে আক্রমণে উঠে আসছে কুয়েত। তবে ডেডলক ভাঙতে পারেনি। ভারত বল বের করার সময় অনিরুদ্ধ থাপাকে জঘন্য ট্যাকল। হলুদ কার্ড দেখলেন আল হারবি। কাতরাচ্ছেন থাপা।

16 Nov 2023, 11:51:55 PM IST

India vs Kuwait LIVE: কিছুটা চাপে পড়ে যায় ভারত, শেষে ক্লিয়ারেন্স সুনীলের

৮৭ মিনিট: ভারতের বক্সে কিছুটা উদ্বেগজনক মুহূর্ত। বাঁ-প্রান্ত থেকে আসা ক্রসটা রুখতে পারেননি রাহুল ভেকে। বলটা ধরে নেন আল রশিদি। কিন্তু নিজের পাপের প্রায়শ্চিত্ত করেন রাহুল। বলটা বের করে দেন। কর্নার কুয়েতের। কর্নার থেকে বল ক্লিয়ার করলেন সুনীল ছেত্রী।

16 Nov 2023, 11:50:18 PM IST

India vs Kuwait LIVE: দ্বিতীয় গোলের চেষ্টায় ভারত, পেল কর্নার

৮৬ মিনিট: দ্বিতীয় গোল পাওয়ার চেষ্টা ভারতের। কর্নার পেল। তবে কর্নার থেকে ফিরতি বলে বক্সের বাইরে ‘ওয়াইল্ড শট’। গোলের বহুদূর থেকে দিয়ে গেল বল।

16 Nov 2023, 11:48:29 PM IST

India vs Kuwait LIVE: ২ মোহনবাগান প্লেয়ারকে তুলে ২ বাগান খেলোয়াড়কে নামাল ভারত

৮৩ মিনিট: জোড়া পরিবর্তন ভারতের। সাহাল আবদুল সামাদ এবং মনবীর সিংকে তুলে নিলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। নামালেন অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসো। মোহনবাগান সুপার জায়ান্টের দুই খেলোয়াড়কে নিয়ে সবুজ-মেরুন ব্রিগেডেরই দুই খেলোয়াড়কে নামালেন স্টিম্যাচ।

16 Nov 2023, 11:43:54 PM IST

India vs Kuwait LIVE: সুযোগ তৈরি কুয়েতের, ঝাঁপিয়ে বাঁচালেন গুরপ্রীত

৮০ মিনিট: সুযোগ তৈরি কুয়েতের। বাঁচালেন গুরপ্রীত সিং সান্ধু। সন্দেশ ঝিঙ্গান এবং রাহুল ভেকেকে পেরিয়ে এগিয়ে যান মহম্মদ আবদুল্লা। গোল থেকে কিছুটা এগিয়ে এসে কুয়েতের ফুটবলারের পায়ে ঝাঁপিয়ে পড়েন গুরপ্রীত। বলটা ছিনিয়ে নেন তিনি। প্রাথমিকভাবে পুরোপুরি নিজের দখলে আনতে পারেননি। পরে বলা নিয়ে নেন।

16 Nov 2023, 11:41:44 PM IST

India vs Kuwait LIVE: কীভাবে গোলটা হল?

ছাংতেকে লক্ষ্য করে বাঁ-প্রান্তের লাইন থেকে থ্রু বল বাড়ান আকাশ মিশ্র। বলটা নিয়ে দৌড়ে কাটব্যাক করে ভিতরে ঢুকে আসেন ছাংতে। মনবীর সিংকে বলটা বাড়ান। যিনি গায়ের উপর এক ডিফেন্ডারকে নিয়ে বাঁ-পায়ে টোকা মারেন। বাঁ-দিকের কর্নারে নীচের দিকে জালে বলটা জড়িয়ে যায়।

16 Nov 2023, 11:37:21 PM IST

India vs Kuwait LIVE: ছাংতের ম্যাজিক পাস! মনবীরের গোলে এগিয়ে গেল ভারত

৭৫ মিনিট: গোওওওওওওওওও ভারতের। বাঁ-প্রান্ত থেকে দুর্দান্ত পাস ছাংতের। মনবীর সিংকে লক্ষ্য করে বক্সের মধ্যে মাইনাস করেন। বক্সের মধ্যে ঢুকে বাঁ-পায়ে ছোট্ট টোকা মনবীর সিংয়ের। কুয়েতের জালে জড়িয়ে গেল বল। ভারত ১-০ কুয়েত।

16 Nov 2023, 11:36:02 PM IST

India vs Kuwait LIVE: সুরেশের দূরপাল্লার শট, থাকল না তেকাঠিতে

৭১ মিনিট: বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট সুরেশ সিংয়ের। প্রায় ৩৫ গজ দূর থেকে শট।

16 Nov 2023, 11:33:29 PM IST

India vs Kuwait LIVE: বাজে ফাউল কুয়েতের, প্রথম হলুদ কার্ড ম্যাচের

৬৮ মিনিট: ম্যাচের প্রথম হলুদ কার্ড। বাজে ফাউল হামাজ আল কালাফের। নিখিল পূজারিকে গিয়ে গুতোঁ মেরে দিলেন। বলটা পাওয়ার কোনও ইচ্ছা ছিল না কুয়েতের খেলোয়াড়ের। বলের দিকে নজরও ছিল না।

16 Nov 2023, 11:28:28 PM IST

India vs Kuwait LIVE: ভালো খেলছিলেন ইস্টবেঙ্গলের মহেশ, তাঁকে তুলে নিলেন স্টিম্যাচ

৬৪ মিনিট: নাওরেম মহেশ ভালো খেলছিলেন। তবে তাঁকে তুলে নিলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। লালিনজুয়ালা ছাংতেকে নামালেন তিনি। অথচ ইস্টবেঙ্গলের তারকা ভালো খেলছিলেন। তিনি ‘প্রাণভোমরা’ হয়েছিলেন।

16 Nov 2023, 11:27:17 PM IST

India vs Kuwait LIVE: মহেশের ফ্রি-কিক, শট সুনীলের, রুখে দিল কুয়েত

৬০ মিনিট: বাঁ-প্রান্তে কুয়েতের বক্সের বাইরে ফ্রি-কিক পেল ভারত। কিছুটা অন্যরকম ফ্রি-কিক নেওয়া হল। কুয়েতের গোলের ছয় গজ দূরে যে জটলা ছিল, সেখান থেকে ছিটকে বেরিয়ে যান সুনীল ছেত্রী। তাঁকে লক্ষ্য করে নীচু পাস মহেশের। সুনীলের শট ব্লক করে দিল কুয়েত। এরকম মুভমেন্ট অতীতেও দেখা গিয়েছে ভারতের খেলায়।।

16 Nov 2023, 11:22:57 PM IST

India vs Kuwait LIVE: ফাইনাল থার্ডে হতাশ করছে ভারত

ভারত যেভাবে কর্নারটা পেল, তা যেন আজ গোটা ম্যাচটাকে একলপ্তে ব্যাখ্যা করে দিল। মনবীর সিং ক্রস দেন। কুয়েতের বক্সে কিছুটা ধন্দ। গোলকিপার বেরিয়ে আসতে-আসতে থমকে যান। সুনীল ছেত্রীও বলটা অ্যাটাক করেননি। বলটা বাঁ-প্রান্তে যায় মহেশের কাছে। তাঁর ক্রস রুখে দেয় কুয়েতের ডিফেন্স। কর্নার পায় ভারত।

16 Nov 2023, 11:20:59 PM IST

India vs Kuwait LIVE: সুনীলকে খোঁজার চেষ্টা সাহালের, তবে সহজেই ক্লিয়ার কুয়েতের

৫৭ মিনিট: নাওরেম মহেশ নাকি সাহাল আবদুল সামাদ – কে কর্নার নেবেন, তা ঠিক করা হচ্ছে। শেষপর্যন্ত সাহাল নিলেন। ব্যাকপোস্টে সুনীল ছেত্রীকে ক্রস দেওয়ার চেষ্টা। সহজে ক্লিয়ার করে দিল কুয়েতের ডিফেন্স।

16 Nov 2023, 11:18:41 PM IST

India vs Kuwait LIVE: কর্নার ভারতের

৫৭ মিনিট: ডানদিক থেকে আক্রমণ ভারতের। ক্রস বাড়ানোর চেষ্টা মনবীর সিংয়ের। তবে লাভ হল না কোনও। বলটা বাঁ-দিকের কর্নার লাইনের কাছে চলে গেল। শেষপর্যন্ত কর্নার পেল ভারত। দেখা যাক, এবার কর্নার থেকে ভারত সুযোগ কাজে লাগাতে পারে কিনা।

16 Nov 2023, 11:14:53 PM IST

India vs Kuwait LIVE: সুযোগ তৈরির পরেও নষ্ট করছে ভারত, চাপ বাড়াচ্ছে কুয়েত

৫১ মিনিট: কর্নার ভারতের। মহেশ নেন। শর্ট কর্নার নেন। সাহালকে বল বাড়ান। যিনি ড্রিবল করে কুয়েতের ডিফেন্ডারের থেকে ছিটকে বেরিয়ে যেতে চান। কিন্তু ফাউল করে বসলেন সাহাল। কুয়েতের উপর চাপ তৈরির সুযোগ এসেছিল। নষ্ট ভারতের।

16 Nov 2023, 11:10:22 PM IST

India vs Kuwait LIVE: দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩ পরিবর্তন কুয়েতের, খেলায় আনল গতি

দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই কুয়েতের খেলায় গতি দেখা যাচ্ছে। আর সেটা স্বাভাবিক। কারণ দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন করেছেন কুয়েতের পর্তুগিজ কোচ। মাঠে এসেছেন জাইদ, আলকালাফ এবং জানকি। তুলে নেওয়া হয়েছে হানি, ঘারিব এবং আলফানিনিকে।

16 Nov 2023, 11:08:22 PM IST

India vs Kuwait LIVE: গোলের একেবারে কাছে চলে এল কুয়েত, বেঁচে গেল ভারত

৪৭ মিনিট: গোলের একেবারে কাছে চলে এল কুয়েত!! ডানপ্রান্ত থেকে ফ্রি-কিক। আল আজরাক ফ্রি-কিক। বক্সের মধ্যে ল পাঠান। হেডার আলহাজেরির। তাঁর হেডার লক্ষ্যভ্রষ্ট। তবে তেকাঠির বেশি দূরে ছিল না। তেকাঠিতে বল থাকলে গোল হজম করত ভারত। কারণ গুরপ্রীত সিং সান্ধুকে একেবারে অসহায় লাগছিল। খেলার ফল: ভারত ০-০ কুয়েত।

16 Nov 2023, 11:05:19 PM IST

India vs Kuwait LIVE: শুরু দ্বিতীয়ার্ধের খেলা, গোল তুলে নিতে পারবে ভারত?

শুরু দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের ছন্দ ধরে রেখে ম্যাচে আরও সুযোগ তৈরি করতে পারবে ভারত? নাকি ঘরের মাঠে ছন্দ খুঁজে পাবে কুয়েত? দেখা যাক, কী হয়। ৪৫ মিনিট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

16 Nov 2023, 10:55:29 PM IST

India vs Kuwait LIVE: প্রথমার্ধে ভারতের হয়ে ফুল ফোটালেন ইস্টবেঙ্গল তারকা

প্রথমার্ধে নিঃসন্দেহে ভারতের সেরা খেলোয়াড় হলেন নাওরেম মহেশ। বাঁ-প্রান্ত থেকে একাধিকবার ইস্টবেঙ্গলের তারকার স্কিলের ঝলকানি দেখা গিয়েছে। বাঁ-পায়ে ভালো ফ্রি-কিক নিয়েছেন। মূলত তাঁর কারণেই খেলা ধরতে পারে ভারত। নাহলে সেরকম ছন্দ পাচ্ছিল না টিম ইন্ডিয়া।

16 Nov 2023, 10:50:35 PM IST

India vs Kuwait LIVE: সুযোগ এলেও গোল পেল না ভারত, গোলশূন্য প্রথমার্ধ

হাফ-টাইমের বাশিঁ বাজল। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের প্রথমার্ধে খেলার ফল গোলশূন্য। তবে কুয়েতের থেকে বেশি গোলের সুযোগ তৈরি করেছে ভারত। প্রাথমিকভাবে শুরুটা ভালো না হলেও পরে ছন্দে ফেরে। তবে গোল আসেনি। খেলার ফল: ভারত ০-০ কুয়েত।

16 Nov 2023, 10:48:23 PM IST

India vs Kuwait LIVE: ভালো সুযোগ ভারতের, তবে নষ্ট মনবীরের

৪৩ মিনিট: কুয়েতের বক্সের মধ্যে লুজ বল। কাজে লাগানোর চেষ্টা মনবীর সিংয়ের। কিন্তু বলটা হারিয়ে ফেললেন তিনি। ভালো ক্লিয়ারেন্স কুয়েত ডিফেন্সের। তবে হতাশ হবেন মনবীর। আরও ভালো করা উচিত ছিল তাঁর।

16 Nov 2023, 10:47:07 PM IST

India vs Kuwait LIVE: বাজে ব্যাকপাস সন্দেশের, বাঁচালেন গুরপ্রীত

৩৯ মিনিট: সন্দেশ ঝিঙ্গান যে ব্যাকপাসটা দিলেন গুরপ্রীত সিং সান্ধুকে, তা একেবারেই আহামরি ছিল না। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে যায়। কারণ বলটা ইন্টারসেপ্ট করে ফেলেন কুয়েতের খেলোয়াড়। তবে বিপদ হতে দেননি গুরপ্রীত। বড় শট মেরে বল ক্লিয়ার করে দিলেন।

16 Nov 2023, 10:41:16 PM IST

India vs Kuwait LIVE: শট কুয়েতের, সহজে ধরলেন গুরপ্রীত

৩৭ মিনিট: দূর থেকে গোলের উদ্দেশ্যে শট কুয়েতের আবদুল্লার। কিন্তু তাতে কোনও সমস্যাই হয়নি ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। সহজেই বলটা ধরে নেন তিনি।

16 Nov 2023, 10:38:12 PM IST

India vs Kuwait LIVE: স্কিলের ঝলকানি মহেশের, আকাশের ভুলে সুযোগ হাতছাড়া

৩৫ মিনিট: আবারও সেই মহেশ। এবার বাঁ-প্রান্ত থেকে আক্রমণে উঠে আসেন তিনি। সেখান থেকে আকাশ মিশ্র বল পান। কুয়েতের বক্সের মধ্যে ক্রস দিলেন। লক্ষ্য ছিল মনবীর সিং। কিন্তু ক্রসটা বেশি জোরে হয়ে গিয়েছিল। ফলে সুযোগ পেলেন না মনবীর।

16 Nov 2023, 10:29:36 PM IST

India vs Kuwait LIVE: ফ্রি-কিক থেকে ভালো সুযোগ ভারতের, তবে গোল এল না

২৬ মিনিট: ডানদিকে ফাউল কুয়েতের। ফ্রি-কিক ভারতের। বক্সে বল দেন মহেশ নাওরেম। বাঁ-পায়ে বাঁক খাওয়ানো বল দেন। নিখিল পূজারি বলটা আক্রমণ করলেও লাভ হয়নি। সহজে ধরে নেন কুয়েতের গোলকিপার।

16 Nov 2023, 10:21:14 PM IST

India vs Kuwait LIVE: প্রথম দারুণ মুভ ভারতের, একটুর জন্য গোল পেলেন না সুনীল

১৯ মিনিট: দারুণ মুভ ভারতের। কুয়েতের থেকে বল ছিনিয়ে নেন নিখিল পূজারি। ডানপ্রান্ত থেকে দুরন্তভাবে বলটা নিয়ে নেন। তারপর বক্সের ঠিক ভিতরে সুনীল ছেত্রীকে নিখুঁত পাস। একেবারে ফাঁকা ছিলেন। প্রথম টাচেই শট। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল শট।

16 Nov 2023, 10:19:36 PM IST

India vs Kuwait LIVE: কিছুটা ঢিমেতালে হচ্ছে খেলা

১৭ মিনিট: কিছুটা ঢিমেতালে হচ্ছে খেলা। তারইমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা ভারতের। ডানপ্রান্ত দিয়ে উপরে উঠে আসার চেষ্টা করছেন সুনীল ছেত্রীরা।

16 Nov 2023, 10:12:52 PM IST

India vs Kuwait LIVE: কোন দলের ফিফা র‍্যাঙ্কিং কত?

ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারত ১০২ নম্বরে আছে। ১৩৬ নম্বরে আছে কুয়েত। অর্থাৎ খাতায়কলমে এগিয়ে আছে ভারত। অন্যদিকে কাতার আছে ৬১ নম্বরে। আফগানিস্তান ১৫৪ নম্বরে আছে।

16 Nov 2023, 10:10:27 PM IST

India vs Kuwait LIVE: বাঁ-প্রান্তে সচল মহেশ, প্রথম শট নিল ভারত

৭ মিনিট: বাঁ-দিক থেকে কুয়েতের বক্সের মধ্যে সুনীল ছেত্রীকে উদ্দেশ্য করে পাস। তবে কিছুটা জোরে হয়ে যায় পাসটা। ডানপ্রান্তের কর্নার লাইন থেকে বলটা ধরেন সুনীল। তারপর ডানদিক থেকেই মনবীর সিংয়ের শট। গোলে থাকলেও একেবারে দুর্বল শট। হাসতে-হাসতে বল ধরে নিলেন কুয়েতের গোলকিপার।

16 Nov 2023, 10:06:40 PM IST

India vs Kuwait LIVE: কুয়েত বক্সের সামনে ভালো স্কিল সুনীলের

৩ মিনিট: কুয়েতের পেনাল্টি বক্সের বাইরে সুনীল ছেত্রীর ভালো স্কিল। কিন্তু নিজের ডানদিকে যে বলটা বাড়ালেন, সেটা ক্লিয়ার করে দিল কুয়েত। প্রথম মুভমেন্ট। ভারতকে চাপে রেখেছে কুয়েত।

16 Nov 2023, 10:04:54 PM IST

India vs Kuwait LIVE: শুরুতেই চাপ বাড়াচ্ছে কুয়েত

৩ মিনিট: আক্রমণে ওঠার চেষ্টা কুয়েতের। শুরুতেই চাপ বাড়াচ্ছে ভারতের উপর। পেনাল্টি বক্সের বাইরে শটের চেষ্টা কুয়েতের। ধরে নিলেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর।

16 Nov 2023, 10:02:57 PM IST

India vs Kuwait LIVE: শুরুতেই ছন্দহীন ভারত, হারাচ্ছে বল পজেশন

১ মিনিট: ম্যাচের শুরুতেই দু’বার মাঝমাঠে বল হারাল ভারত। প্রথমবার বাঁ-দিকে বল হারায়। তারপর ডানদিকে। তারপর ভারতের ডানদিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা কুয়েতের। কর্নার লাইনের ধার থেকে ক্রস। কোনও বিপদ হল না।

16 Nov 2023, 10:00:58 PM IST

India vs Kuwait LIVE: কুয়েতে শুরু, জিতে বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরু হবে ভারতের?

কুয়েতের জাবের আল-আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হল ম্যাচ। কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচ হচ্ছে ভারতের। একাধিক সমস্যা থাকলেও অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পেতে মরিয়া সুনীল ছেত্রীরা। কারণ পরের ম্যাচটাই কাতারের সঙ্গে আছে। আজ জিতলে দ্বিতীয় স্থানে শেষ করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে ভারতের।

16 Nov 2023, 09:56:12 PM IST

India vs Kuwait Live Scores: আনোয়ার ও জিকসন নেই, চিন্তায় ভারত

২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভারতের চিন্তার কারণ হল আনোয়ার আলি এবং জিকসন সিংয়ের অনুস্থিত। যে দু’জন ২০২৩ সালে কুয়েতের বিরুদ্ধে দুটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

16 Nov 2023, 09:50:34 PM IST

India vs Kuwait LIVE: পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট ভারত

২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’-তে আছে ভারত। সেইসঙ্গে আছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান। অর্থাৎ দ্বিতীয় দল হিসেবে গ্রুপে শেষ করার সম্ভাবনা বেশি ভারতের। সেটাই চাইবে ভারত। তাহলে ২০২৭ সালের এশিয়ান কাপের টিকিট পেয়ে যাবে। আর ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের টিকিট পাবে।

16 Nov 2023, 09:45:36 PM IST

India vs Kuwait LIVE: ২০২৭ সালের এশিয়ান কাপের জন্যও লড়াই ভারতের

২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের পাশাপাশি ২০২৭ সালের এশিয়ান কাপের কোয়ালিফায়ারও হচ্ছে বটে। নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম দুটি স্থানে শেষ করবে যে দলগুলি, সেই দলগুলি ২০২৭ সালের এশিয়ান কাপের টিকিট পেয়ে যাবে। আর ওই দল দুটি ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডের টিকিট পেয়ে যাবে।

16 Nov 2023, 09:38:58 PM IST

India vs Kuwait LIVE: ২০২৩ সালে ২ বার মুখোমুখি হয়েছে ভারত ও কুয়েত

চলতি বছর দু’বার মুখোমুখি হয়েছে ভারত এবং কুয়েত। সাফ চ্যাম্পিয়নশিপে বেঙ্গালুরু শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সেই ম্যাচ হয়েছিল। দুটি ম্যাচের ফলাফল ছিল ১-১। ফাইনালে পেনাল্টিতে জিতেছিল ভারত।

16 Nov 2023, 09:32:38 PM IST

India vs Kuwait LIVE: নাওরেম, সাহালকে রেখে বিশ্বকাপের কোয়ালিফায়ারে ভারত

ভারতের প্রথম একাদশ: গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার), রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্র, সুরেশ সিং, মনবীর সিং, আপুইয়া, সুনীল ছেত্রী (অধিনায়ক), সাহাল আবদুল সামাদ, মহেশ নাওরেম এবং নিখিল পূজারি।

16 Nov 2023, 09:32:38 PM IST

India vs Kuwait LIVE: বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বে নামছে ভারত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বে বৃহস্পতিবার প্রথমবার মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ কুয়েত। যে ম্যাচটা হতে চলেছে কুয়েতের জাবের আল-আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এবার কোয়ালিফিকেশন পর্বে গ্রুপ ‘এ’-তে আছে ভারত। যে গ্রুপে কুয়েতের পাশাপাশি আছে কাতার এবং আফগানিস্তান।

For all the latest Sports News Click Here 

Read original article here

Denial of responsibility! TechAI is an automatic aggregator around the global media. All the content are available free on Internet. We have just arranged it in one platform for educational purpose only. In each content, the hyperlink to the primary source is specified. All trademarks belong to their rightful owners, all materials to their authors. If you are the owner of the content and do not want us to publish your materials on our website, please contact us by email – [email protected]. The content will be deleted within 24 hours.