ছয় মারতেই ফ্লাইং কিস, আউট হতেই হাত-পা ছড়িয়ে কান্না, দেখুন অশ্বিনের মেয়ের ড্রামা
আবেগের চড়াই উতরাই। রবিচন্দ্রন অশ্বিনের মেয়ের প্রতিক্রিয়া দেখে হেসেই খুন নেটিজেনরা। এমনকি হাসি লুকিয়ে রাখতে পারেননি পরিস্থিতির নাটকীয় পটপরিবর্তনের সাক্ষী থাকা বাকিরাও।
রবিবার আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে চাপের মুখে ৩ বলে ১০ রানের অত্যন্ত কার্যকরী ইনিংস খেলেন রবিচন্দ্রন অশ্বিন। জয়ের জন্য শেষ ১০ বলে ১৭ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের। অশ্বিন মাঠে নেমেই শামির বলে চার মারেন। ঠিক পরের বলেই তিনি ছক্কা হাঁকান। নিজের তৃতীয় তথা ১৯তম ওভারের পঞ্চম বলে তেওয়াটিয়ার হাতে ধরা দিয়ে সাজধরে ফেরেন অশ্বিন।
বাড়িতে বসে টেলিভিশনে খেলা দেখছিল অশ্বিনের ছোট্ট মেয়ে। রবিচন্দ্রন ছক্কা হাঁকানোর পরেই তাঁর মেয়ের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ফ্লাইং কিসের বন্যা বইছিল তখন। তবে পরের বলে অশ্বিন আউট হওয়ার পরেই হাত-পা ছড়িয়ে কান্না জুড়ে দেয় সে। চিৎকারে কান পাতা দায় ছিল তখন। অশ্বিনের স্ত্রী প্রীতি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন:- IPL 2023: বসে বসে মাইনে পাচ্ছেন মাভি, নিলামের সব থেকে দামি ক্রিকেটাররা কেমন খেলছেন দেখুন
রবিবার ব্যাট হাতে অশ্বিনের ক্যামিও দলের জয়ে গুরুত্বপূর্ম ভূমিকা নিলেও বল হাতে উইকেট নিতে পারেননি তিনি। ৪ ওভার বল করে ৩৭ রান খরচ করেন অশ্বিন।
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে শুরুতে ব্যাট করতে পাঠায় রাজস্থান। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৭ রান সংগ্রহ করে। শুভমন গিল ৩৪ বলে ৪৫ রান করে আউট হন। ৩০ বলে ৪৬ রান করেন ডেভিড মিলার। রাজস্থানের হয়ে সন্দীপ শর্মা ২৫ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা ও যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন:- GT vs RR IPL 2023: বুমেরাং হল হার্দিকের স্লেজিং, মুখে নয়, ব্যাট হাতে পালটা দিলেন স্যামসন- ভিডিয়ো
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ১৯.২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। সঞ্জু স্যামসন ৩২ বলে ৬০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন। শিমরন হেতমায়ের ২৬ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন।
গুজরাটের মহম্মদ শামি ২৫ রানে ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন রশিদ খান। ১টি করে উইকেট পকেটে পোরেন হার্দিক পান্ডিয়া ও নূর আহমেদ। ম্যাচের সেরা হন শিমরন হেতমায়ের। রাজস্থান আগে থেকেই লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে ছিল। গুজরাটের বিরুদ্ধে জয়ের সুবাদে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এক নম্বরের মুকুট আরও কিছুদিনের জন্য নিরাপদ করেন সঞ্জু স্যামসনরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here