ছয় কোটি দিয়ে নতুন বাংলো কিনলেন কোহলি, ভেতরটা সাজিয়ে দিলেন সুজান
টিম ইন্ডিয়ার তারকা খেলোয়াড় এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ব্যস্ত রয়েছেন। তিনি ১ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্দোর টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। এদিকে বিরাট কোহলি মুম্বইয়ের আলিবাগ এলাকায় একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বলে খবর আসছে। বিরাট কোহলির এই বিলাসবহুল বাংলোর দাম বলা হয়েছে কোটি টাকা। হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি খবরের উদ্ধৃতি দিয়ে ইনসাইড স্পোর্টস লিখেছে, ‘বিরাট কোহলি আবাস গ্রামে ২০০০ বর্গ ফুটের একটি ভিলায় ৬ কোটি টাকা খরচ করেছেন। তিনি এই সম্পত্তির স্ট্যাম্প ডিউটি হিসাবে ৩৬ লক্ষ টাকা প্রদান করেছেন।’
আরও পড়ুন… কভার ড্রাইভে বিরাট নন বাবর আজমকেই এগিয়ে রাখলেন ডেভিড মিলার
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিরাট কোহলির বিলাসবহুল ভিলায় ৪০০ বর্গফুটের একটি সুইমিং পুলও তৈরি করা হয়েছে। বিশেষ বিষয় হল বলিউড অভিনেতা সঞ্জয় খানের মেয়ে এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন করেছেন। আলিবাগ এলাকায় এটি বিরাট কোহলির দ্বিতীয় সম্পত্তি। আভাস লিভিং আলিবাগ এলএলপি-র আইনি উপদেষ্টা হিসাবে কাজ করছেন অ্যাডভোকেট মহেশ মাত্রে বলেছেন যে, ‘প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আভাস একটি পছন্দের গন্তব্য। এছাড়াও, মান্ডওয়া জেটি আওয়াস থেকে পাঁচ মিনিটের দূরত্বে এবং স্পিড বোটগুলি এখন মুম্বইয়ের দূরত্ব ১৫ মিনিটে কমিয়ে দিয়েছে।’
আরও পড়ুন… এবি থেকে ক্রোনিয়েরা যা পারেননি, সেটাই করে দেখাল সুনে লুসের দক্ষিণ আফ্রিকা
মহেশ মাত্রের মতে, বিরাট কোহলি আজকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে ব্যস্ত। তাই বিরাটের ভাই বিকাশ কোহলি সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। কোহলি লেনদেনের জন্য ৩৬ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ইতিমধ্যেই আলিবাগ এলাকায় বড় সম্পত্তি কিনেছেন। এই দম্পতি ১৯.২৪ কোটি টাকায় ১ সেপ্টেম্বর ২০২২-এ গিরাদ গ্রামে ৩৬,০৫৯ বর্গফুট জুড়ে বিস্তৃত খামারবাড়িটি কিনেছিলেন। এই খামারবাড়িটি সমীরা ল্যান্ড অ্যাসেট প্রাইভেট লিমিটেড এবং সোনালি রাজপুতের কাছ থেকে কেনা হয়েছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here