ছবি সফল হবে কি না, সেটা অভিনেতা নারী নাকি পুরুষ, তার উপর নির্ভর করে না: রানি
চলতি মাসের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। এই ছবি বক্স অফিসে গত ১৭ মার্চ মুক্তি পেয়েছিল। সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয় এই ছবি। অসীমা ছিব্বারের ছবির হাত ধরে পর্দায় কামব্যাক করেন রানি। প্রায় ২ বছর পর আবার তাঁকে বড়পর্দায় দেখা যায়। এই অভিনেত্রী সম্প্রতি জানালেন এখনও কীভাবে মহিলাকেন্দ্রিক ছবি দর্শকদের আকর্ষিত করে। যদিও তিনি বিশ্বাস করেন যে একজন অভিনেতার লিঙ্গ কী সেটার উপর বক্স অফিসে ছবিটা কেমন চলবে সেটা নির্ভর করে না।
মিড ডে’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান আজকাল ছোটখাটো সিনেমার জন্যও জায়গা তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘একটা বিষয় নিয়ে সবসময় আলোচনা চলতেই থাকে যে মহিলাকেন্দ্রিক ছবি বক্স অফিসে লোক টানতে সক্ষম কিনা। এর উত্তর অবশ্যই হ্যাঁ। একটা ছবি ভালো হলে সেটা দেখতে লোকজন অবশ্যই হলে যাবে। একজন তারকার লিঙ্গ কী সেটার উপর কোনও ছবির সফলতা নির্ভর করে না।’
তিনি আরও বলেন সব ছবিকে ১০০ কোটির গণ্ডি টপকাতে হয় না সফল হওয়ার জন্য। অভিনেত্রীর কথায়, ‘হিট ছবি কী, কাকে বলে সেটা নিয়েও মানুষের মনে একটা ভুল ধারণা আছে। একটা ছবি তখনই হিট হয় যখন প্রযোজক সেই ছবি থেকে নিজের টাকা তুলতে পারেন। প্রফিট করেন। বক্স অফিসে ছবিটা কত কামালো সেটার উপর নির্ভর করে না যে ছবিটা হিট কিনা সেটা।’
এই ছবিটি সাগরিকা চক্রবর্তীর জীবনে ঘটা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। ২০১১ সালে তাঁদের থেকে তাঁদের সন্তানদের কেড়ে নেওয়া হয়। কীভাবে তাঁরা তাঁদের সন্তান ফিরে পান সেটা এখানে দেখানো হয়।
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির আগে ২০২১ সালে রানিকে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি ‘ভিম্মি’র চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর সঙ্গে সেখানে সইফ আলি খান, সিদ্ধান্ত চতুরবেদি, প্রমুখকে দেখা গিয়েছিল।
এছাড়া তাঁকে চলতি বছরের শুরুতে ‘দ্য রোমান্টিক্স’ সিরিজে দেখা গিয়েছিল। এই চার পর্বের সিরিজে যশ চোপড়ার জীবনী, যশ রাজ স্টুডিওর নানা কথা উঠে এসেছিল।
For all the latest entertainment News Click Here