‘ছবি ব্যর্থ হলে অনেকেই খুশি হয়’, ‘ব্রহ্মাস্ত্র’র সাফল্যের পর করণের নিশানায় কারা
ইন্ডাস্ট্রির লোকেদের কাছেই হাসির খোরাক হতে হয়েছে! ‘ব্রহ্মাস্ত্র’র সাফল্যের পর ক্ষোভ উগরে দিলেন করণ
ছবি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ কেমন, তা নিয়ে চর্চার অবকাশ থাকতেই পারে। তবে আয়ের নিরিখে অয়ন মুখোপাধ্যায়ের বহু সাধনার ধন সফল। বিশ্বজুড়ে ৪২৫ কোটির ব্যবসা করে বলিউডের কাটালেও ছবিটির সাফল্যে অখুশি ইন্ডাস্ট্রির একাংশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই দাবি করেছেন প্রযোজক করণ জোহর।
‘ব্রহ্মাস্ত্র’-র আগে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে একাধিক বড় বাজেটের ছবি। এ হেন পরিস্থিতিতে করণ প্রযোজিত ছবিটি আশার আলো দেখিয়েছে। হিন্দি ছবি দেখতে ফের হলমুখী হয়েছে দর্শক। আর তাতেই নাকি অনেকের গাত্রদাহ হয়েছে! করণের কথায়, ‘একটি ছবি দেখে নিজের মতামত প্রকাশ করা যেতেই পারে। আমার তাতে কোনও আপত্তি নেই। কিছু মানুষ আছে যাঁরা বহু বছর ধরে কাজ করছেন। সমালোচনা তাঁরা করতেই পারেন। কিন্তু নেতিবাচক হওয়াটা মোটেই ভালো নয়।’
করণ মনে করেন, ইন্ডাস্ট্রির কিছু মানুষ ‘ব্রহ্মাস্ত্র’র ব্যর্থতা চাক্ষুষ করতে মুখিয়ে ছিলেন। তিনি বললেন, ‘ভালো কাজের জন্য সমালোচনা প্রয়োজন। তবে কিছু মানুষ সমালোচনাকে নেতিবাচকতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আমরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রির অংশ। তবু অনেকেই কোনও ছবি ব্যর্থ হলে খুব খুশি হয়।’
(আরও পড়ুন: ‘আমার নামে অনেক ভুলভাল লেখা হয়েছে’, হঠাৎ কোন খবরে এত বিরক্ত হলেন করণ জোহর?)
কোভিডের জন্য একাধিক বার পিছিয়ে যায় ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির তারিখ। তা নিয়েও নাকি ইন্ডাস্ট্রির অন্দরে হাসিঠাট্টা চলেছে। করণের দাবি, অনেকেই ভেবেছিলেন ছবিটি আদৌ কখনও মুক্তি পাবে না।
(আরও পড়ুন: ৪০-শে পা দিলেন রণবীর,হবু বাবার বার্থ ডে পার্টিতে শামিল করণ-আদিত্য থেকে অম্বানিরা)
অবশেষে ৯ সেপ্টেম্বর বড় পর্দায় আসে ‘ব্রহ্মাস্ত্র’। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। সেই গল্পের কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। তাঁদের সঙ্গেই অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় এবং শাহরুখ খানের উপস্থিতি এই ছবিকে ব্যবসার নিরিখে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
For all the latest entertainment News Click Here