‘ছবি চলছেই মার্কেটিংয়ের জোরে’, বাংলা সিনেমা নিয়ে বিস্ফোরক ‘শ্রীকান্ত’ ঋষভ!
কেরিয়ারের শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরে। এরপর তাঁকে একটার পর একটা সিরিজ, সিনেমায় দেখা গিয়েছে। কার কথা বলছি? পর্দার শ্রীকান্তর। যাঁর গিটার বাজিয়ে গাওয়া আমাকে নাও মুগ্ধ করেছিল সবাইকে। এ হেন শ্রীকান্ত, ওরফে ঋষভ বসু একাই থাকেন বর্তমানে। দক্ষিণ কলকাতার বাড়িতে একা থাকেন, রান্না করেন আবার গান গান। সময় পেলে রহস্যের জট ছাড়ান।
কিন্তু আচমকা চেহারায় বদল আনলেন কেন অভিনেতা? অভিনেতা এই বিষয়ে বলেন, ‘অনেকেই বলছেন এটা। আসলে কাজের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। পরিচালকরা বলেছিলেন আমার চেহারা যেহেতু বাঙালিদের মতো নয়, তাই অন্যদের তুলনায় বেখাপ্পা লাগে। এই জন্য খাওয়া কমিয়েছি, খেলাধুলো করছি।’
শ্রীকান্তর পর একাধিক ছবিতে কাজের সুযোগ এসেছে, করেছেন বহু কাজ। এখন ঋষভের লক্ষ্য কী? উত্তরে অভিনেতা বলেন, ‘বলিউডে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে নেই। যেমন কাজ আসবে তেমন করব। এই তো একটা তেলুগু ছবি করলাম, ওড়িয়া ছবিও করলাম। বলিউডের একটা কাজও করতে পারি। এছাড়া বাংলায় তিনটি কাজের কথা চলছে।’
ঋষভ বসু অভিনেতা হিসেবে কোন কোন পরিচলকের সঙ্গে কাজ করতে চান? এর উত্তরে অভিনেতা বলেন, ‘অনুরাগ কাশ্যপ একমাত্র পরিচালক যাঁকে আমি নিজে গিয়ে বলেছি তাঁর সঙ্গে আমি কাজ করতে চাই। তিনিও বলেছেন মুম্বই এলে তাঁর বাড়ি যেতে। এছাড়া রাজ এবং ডিকে ভালো কাজ করছেন। ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে।’
ঋষভকে শেষবার প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা ছবিতে দেখা গিয়েছিল। কিন্তু সেই ছবি দর্শকদের থেকে ভালো সাড়া পায়নি। এই বিষয়ে তাঁর মত কী? তাঁর স্পষ্ট উত্তর এই বিষয়ে, ‘আমি লন্ডনে থাকায় তখন ছবির প্রচারে সেভাবে থাকতে পারিনি। এছাড়া আমি ছবিটা নিয়ে যতটা আগ্রহী ছিলাম হয়তো নির্মাতারা সেটা ছিলেন না। বা সবার ছবিটার নাম নিয়ে একটা প্রত্যাশা হয়েছিল সেখানে আমাদের ধারণা একটা ধাক্কা খেয়েছে। আসলে এখন বাংলা ছবি চলছেই মার্কেটিংয়ের জোরে। মূল ধারার যে সংবাদমাধ্যম সেখানে আমি খুব একটা প্রচার পাইনি। সেটাও একটা কারণ হতে পারে। ছবির গুণমানের উপর ছবি চলা নির্ভর করে না।’
এখন তো জমিয়ে কাজ করছেন। কিন্তু ১০ বছর পর অভিনেতা হিসেবে নিজেকে কোথায় দেখতে চান ঋষভ? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই ভালো জায়গায় দেখতে চাই। আসলে যদি সত্যি জানতে চান তাহলে এমন জায়গায় দেখতে চাই যেখানে আমি ৬ মাস কাজ করব, আর সেই সঞ্চিত অর্থে আমি তিন মাস পাহাড়ে থাকব, বই পড়ব, গান শুনব। আর বাকি তিন মাস ঘুরে থাকব।’
For all the latest entertainment News Click Here