ছবিতে কাজ করিয়ে বকেয়া না মেটানোর অভিযোগ, রাজকুমারের বিরুদ্ধে পথে কলাকুশলীরা
ছবিতে কাজ করিয়ে বকেয়া না দেওয়ার অভিযোগ পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একদল কলাকুশলীরা। তিন বছর আগের ছবির পারিশ্রমিক এখনও পাননি বলে অভিযোগ। প্রতিবাদে মুম্বইয়ে পথে নেমে আন্দোলন করেন ওই ছবি-কর্মীরা।
মুম্বইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজকুমার সন্তোষী পরিচালিত ছবি ‘গাঁধী ভার্সাস গডসে’। এই ছবিতে কাজ করিয়ে কলাকুশলীদের বকেয়া এখনও মেটাননি বলে অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। কলাকুশলীদের অভিযোগ, ২০২০ সালে দেশজুড়ে করোনা মাহামারী থাবা বসানোর আগেই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়ে গিয়েছিল। কিন্তু কাজ করেও বকেয়া টাকা পাননি তাঁরা। তাই পথে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছেন। আরও পড়ুন: অভিনয়ের সঙ্গে পরিচালনায়, প্রযোজনায়ও শ্রীলেখা, প্রকাশ্যে ‘এবং ছাদ’-এর ট্রেলার
‘আন্দাজ আপনা আপনা’, ‘ঘায়েল’, ‘দামিনী’-এর মতো ছবি উপহার দিয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক রাজকুমার সন্তোষী। পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রাস্তায় বড় বড় ব্যানার-পোস্টার লাগিয়ে আওয়াজ তুলছেন ওই কলাকুশলীরা। অভিযোগ জমা দিয়েছেন ইন্ডাস্ট্রির কলাকুশলী সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এ।
পোস্টারে অভিযোগ তুলেছেন- ‘তিন বছরের বেশি সময় হয়ে গিয়েছে। আমাদের পরিশ্রমের পাওনা এখনও মেটাননি সন্তোষী। বিদেশে যাওয়ার খরচ বা ছুতোরকে দেওয়া টাকার জোগান রয়েছে। অথচ নিজেরা লাভে থাকতে আমাদের, এক্সট্রা সেটিং বয়দের টাকা মেটানো হয়নি। এমন প্রোডাকশন ডিজাইনার বা পরিচালকের সঙ্গে কারও কাজ করা উচিত নয়।’ সংগঠনের সম্পাদক অশোক দুবে জানিয়েছেন, সন্তোষীর সঙ্গে অভিযোগপত্র বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। এ বিষয় পরিচালক রাজকুমার সন্তোষী আশ্বস্ত করেছেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া টাকা মিটিয়ে দেবেন। শীঘ্রই সমস্যার সমাধান হবে যাবেন বলে আশাবাদী সংগঠনের সম্পাদক।
For all the latest entertainment News Click Here