‘ছবিটা দেখে নিয়েছি আর…’, ‘ডার্লিংস’-এর হামজা চরিত্রকে ঘৃণা করেন, ফাঁস করলেন বিজয়
সদ্য আলিয়া ভাটের সঙ্গে ‘ডার্লিংস’ ছবিতে অভিনয় করেছেন বিজয় ভার্মা। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল হামজা শেখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, অন্তর থেকে নিজের চরিত্রকে ঘৃণা করেন তিনি। আরও বলেছেন, নেটফ্লিক্সের এই ছবিটি আর কখনও দেখতে চান না তিনি। বিজয় তাঁর প্রিয় দৃশ্যগুলি সম্পর্কেও কথা বলেছেন।
ছবিতে বিজয় হামজা চরিত্রে অভিনয় করেছেন, যিনি একজন মদ্যপ এবং গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত। মদ্যপানের পরে তাঁর স্ত্রী বদরুকে (আলিয়া ভাট) মারধর করে হামজা। ডার্ক কমেডি জঁরের এই ছবি এগিয়েছে আলিয়া এবং বিজয়ের বিয়েকে কেন্দ্র করে। মুম্বইয়ের নিম্ম মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে এসেছে ছবিতে। প্রতিনিয়ত অত্যাচারের শিকার বদরুন্নিসা স্বামীর থেকে প্রতিশোধ নিতে চায়। আরও পড়ুন: কালো কাট-আউট পোশাকে বোল্ড লুকে খুশি কাপুর, বলিউডে পা রাখতে একেবারে প্রস্তুত
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘ঘৃণা করি এমন একজন ব্যক্তি হিসেবে নিজেকে দেখা বেশ কঠিন অভিজ্ঞতা। ছবিটা দেখে নিয়েছি। ছবিটাকে আর দ্বিতীয়বার দেখতে চাই না। বানাতে গিয়ে যা করতে হয়েছে আমরা করেছি, দেখতে গিয়ে যা দেখতে হয়েছে, আমি দেখেছি। শ্যুটিং শেষ করেই ছবিটা থেকে সরিয়ে দিয়েছি নিজেকে। শেষ পর্যন্ত ভালো জায়গায় আছি। জুলফির (রোশন ম্যাথিউ) সঙ্গে আমার প্রিয় দৃশ্য। এগুলি এমন দৃশ্য যা আমি অনুভব করে দেখতে পারি… আমি হামজাকে ঘৃণা করি, কিন্তু সেই দৃশ্য যেখানে তারা দুজনই স্কুটারে আছে এবং সে জিজ্ঞেস করে, ‘এটা কি পারফিউম নাকি পাউডার? মেয়েরা কি এতে মুগ্ধ হয়?’ আমি এই দৃশ্যটা উপভোগ করি।’ আরও পড়ুন: সানা থেকে নুপূর, শোবিজের দুনিয়া ছেড়েছেন এই তারকারা! স্টারডম থেকে দূরে কী করছেন?
অভিনেতা আরও যোগ করেন, ‘ছবিটি দেখে আমি সত্যিই ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ‘ওয়াত লাগ যায়েগি মেরি’ (আমি কষ্ট পাব)। আমি জানতাম যে ফিল্মটি কাজ করছে, ফিল্মটির বিটগুলি ভালো হয়েছে। যখন দেখছিলাম তখন ভয়ে আঁতকে উঠলাম। যতবার এই চরিত্রটি পর্দায় উপস্থিত হয়, ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি হয় রাগ বা এক ধরনের ভয়ে ভরা, শুধুমাত্র এই ধরনের প্রতিক্রিয়াই পাবেন। ভাবলাম কিভাবে এ থেকে দূরে থাকব? প্ল্যাটফর্ম জুড়ে হামজা অনেক ঘৃণা পেয়েছিল।’ আরও পড়ুন: গৃহপ্রবেশ করলেন রণবীর-দীপিকা, বিপুল দামের নতুন ফ্ল্যাটের ভিতরটা দেখে নিন
ছবিতে মা-মেয়ের ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট এবং শেফালি শাহ। পরিচালক জসমিত কে রীনের পরিচালনায় তৈরি এই ছবি পুরোদস্তুর ডার্ক কমেডি। ছবিতে দেখা গিয়েছে, যেভাবে বদরুকে আঘাত করে, সে ভাবেই স্বামী হামজাকে আঘাত করে সে। কখনও মুখে জল ছুড়ে মারে, কখনও জলের ট্যাঙ্কে চুবিয়ে রাখে। এমনকি চেয়ারে বেঁধে মারধরও করে দেখানো হয়েছে।
করিনা কাপুর খান এবং জয়দীপ আহলাওয়াতের পাশাপাশি সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর অ্য়াডপশনে রয়েছেন বিজয় ভার্মা। সোনাক্ষী সিনহার সঙ্গে ‘ধাদ’, ‘মির্জাপুর ৩’ এবং সুমিত সাক্সেনার শিরোনামহীন ছবিতে দেখা যাবে অভিনেতাকে।
For all the latest entertainment News Click Here