ছন্দে ফিরল অজয়ের ভোলা, চতুর্থ দিনের শেষে এই ছবির ব্যবসা মোট কত টাকার
প্রথম সপ্তাহান্তে ছন্দে ফিরল অজয় দেবগনের ভোলা। রবিবার এই ছবি মোট ১৩.৪৮ কোটি টাকা আয় করেছে দেশের বাজারে। ফলে রবিবারের শেষে এই ছবি মোট ৪৪.২৮ কোটি টাকার ব্যবসা করেছে দেশে। অজয় দেবগন নিজেই এই ছবির পরিচালনা করেছেন। এখানে তাঁর সঙ্গে টাবুকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে।
মিশ্র থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি দর্শক থেকে সমালোচকদের থেকে। এটির প্রযোজনা করেছে অজয় দেবগণ ফিল্মস, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, টি সিরিজ ফিল্মস এবং ওয়ারিয়র পিকচার্স। অজয় দেবগন, টাবু ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দীপক দোব্রিয়াল, বিনীত কুমার, সঞ্জয় মিশ্র, গজরাজ রাও প্রমুখকে দেখা গিয়েছে।
সোমবার টুইটারে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ভোলার একটি পোস্টার শেয়ার করে এই ছবির ব্যবসার কথা লেখেন। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘ভোলা তাঁর চতুর্থ দিনে এবং প্রথম সপ্তাহের শেষে ভালো ব্যবসা করল। শনি রবিবার এই ছবির টিকিট ব্যবসার যে গ্রোথ দেখা গিয়েছে সেটা এই ছবির ব্যবসাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। প্রথমদিন, বৃহস্পতিবার এই ছবি ১১.২০ কোটি, শুক্রবার ৭.৪০ কোটি, শনিবার ১২.২০ কোটি এবং রবিবার ১৩.৪৮ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। এই ধারা ভোলাকে সপ্তাহের বাকিদিনেও বজায় রাখতে হবে। আসলে ভরা সপ্তাহে এই ছবি কেমন চলে বক্স অফিসে সেটার উপরেই এর ভবিষৎ নির্ভর করছে।’
তরণ আদর্শ তাঁর পোস্টে আরও লেখেন, ‘রমজান মাস এবং আইপিএলের মরশুম এই ছবির ব্যবসার উপর প্রভাব ফেলেছে। তবে সামনেই একাধিক ছুটি আছে। মঙ্গলবার মহাবীর জয়ন্তী, শুক্রবার গুড ফ্রাইডে আছে সেক্ষেত্রে এই ছবির ব্যবসায় বেশ অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে ইদের আগে এখন আর তেমন কোনও বড় হিন্দি ছবির মুক্তির কথা নেই। ফলে সেই দিক দিয়েও এই ছবি খানিকটা সুবিধা পেতে পারে।’
ভোলা ছবিটা আদতে তামিল ছবি কাইথির রিমেক। আসল ছবিটি বক্স অফিসে হিট করেছিল এখন দেখা যাক তার রিমেক ভার্সনের অবস্থা কী হয়। কাইথি ছবিটি পরিচালনা করেছিলেন লোকেশ কনাগরাজ। এক আসামি জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন সে তার মেয়ের সঙ্গে দেখা করতে যায় তখন সে কী কী ফেস করে সেটাই এই ছবিতে উঠে এসেছে। এখানে অজয়কে আসামির চরিত্রে এবং টাবুকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here