ছত্রপতির সঙ্গে মিল! শিবাজীর চরিত্রে অক্ষয়কে বাছার কারণ ফাঁস মারাঠি পরিচালকের
বলিউডের পর মারাঠি ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন অক্ষয় কুমার। মহেশ মঞ্জরেকরের আগামী ছবি ‘বেদাত মারাঠে বীর দাউদলে সাত’ ছবির মাধ্যমে ডেবিউ করবেন অক্ষয়। তাঁকে এই ছবিতে ছত্রপতি শিবাজীর চরিত্রে দেখা যেতে চলেছে। কিন্তু এই ছবির নির্মাতারা যখন অক্ষয়কে শিবাজীর চরিত্রে ঘোষণা করেন তখন অনেকেই তাঁদের বিরোধিতা করেছিলেন। একজন অ-মারাঠিকে শিবাজীর চরিত্রে বাছার জন্যক্ষভ প্রকাশ করেছিলেন অনেকে। যদিও এতদিন পর অবশেষে এই ছবির নির্মাতারা প্রকাশ্যে আনলেন যে কেন তাঁরা এই মারাঠি বীর যোদ্ধার চরিত্রে অক্ষয়কে বেছেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর জানিয়েছেন, ছত্রপতি শিবাজীর চরিত্রে কাকে নির্বাচন করবেন সেটা নাকি একটা বড় দায়িত্ব ছিল। তিনি এই ছবির জন্য অল্প বয়সী কাউকে খুঁজছিলেন। একই সঙ্গে তিনি চেয়েছিলেন সেই ব্যক্তিকে যেন শিবাজী মহারাজের মতো দেখতে হয়।
কিন্তু অক্ষয় কুমারই কেন? ‘প্যাডম্যান’কে শিবাজীর চরিত্রে বাছার কারণ হিসেবে ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহেশ জানান, ‘অক্ষয়ের নাকটা অনেকটাই শিবাজীর মতো। আমাদের কাছে তো শিবাজীর ছবি নেই। কিন্তু তাঁর যে আঁকা বা মূর্তিগুলো আমরা দেখি সেটার সঙ্গে অবশ্যই মিল আছে। আর তাছাড়া অক্ষয় নিজেও এই চরিত্রে কাজ করা জন্য দারুণ উৎসাহী। অক্ষয় সবসময়ই বলেন মহারাষ্ট্র তাঁর জন্মভূমি এবং একই সঙ্গে কর্মভূমি। ও খুব ভালো মারাঠি বলতে পারে। সেটা আমাদের জন্য একটা ভালো বিষয় আর কী।’
প্রসঙ্গত এই ছবিটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে। মারাঠি, হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় আসছে এই ছবি। এই ছবির বিষয়ে অক্ষয় কুমার এর আগে সংবাদমাধ্যমকে বলেছিলেন, এটি তাঁর কাছেও স্বপ্নের ছবি হতে চলেছে। তাঁর কথায় ‘বহু দিনের স্বপ্ন শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করার। অবশেষে সেই সুযোগ এল।’ আরও বলেছেন, ‘শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করাটা শুধু একটি চরিত্রে অভিনয় নয়, এটি অত্যন্ত বড় দায়িত্বেরও বিষয়। তাই প্রথম যখন প্রস্তাবটা এল, তখন কিছুটা উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছিলাম। আদৌ পাড়ব কি না, এই কাজটি করতে। তবে তার পরে মনে হয়েছে, এটি আমার স্বপ্ন ছিল।’
For all the latest entertainment News Click Here