ছক্কা ও চার – ভারতকে জিতিয়ে কার্তিক বললেন, ‘ম্যাচ শেষ করতে বরাবর গর্ববোধ করি’
ছক্কা, চার – দু’বলে ১০ রান। একেবারে সোজা অঙ্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জেতালেন ‘ফিনিশার’ দীনেশ কার্তিক। তারপর তিনি বলেন, ‘ম্যাচ শেষ করতে বরাবর গর্ববোধ করি।’
শুক্রবার নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যখন কার্তিকে ক্রিজে আসেন, তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল সাত বলে ১৫ রান। সেইসময় স্ট্রাইকে ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সৌজন্যে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল নয় রান। ড্যানিয়েল স্যামসের প্রথম বলেই ছক্কা মারেন কার্তিক। দ্বিতীয় বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: Reasons Behind India’s Win: চার-ছক্কার ম্যাচে অক্ষরের কৃপণ বোলিং, রোহিতের ‘স্টাইল’ – কোন ৫ কারণে জিতল ভারত?
সেই ইনিংস নিয়ে ম্যাচের শেষে কার্তিক বলেন, ‘আমি ভেবেছিলাম যে জোস হেজেলউড (শেষ ওভারে) বল করেন। কিন্তু স্যামসের বিরুদ্ধে আমি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছিলাম। ব্যাপারটা খুব সহজ – নির্দিষ্ট দিনে আপনাকে নিজের পরিকল্পনা কার্যকর করতে হবে। ম্যাচ শেষ করার ক্ষেত্রে আমি বরাবর গর্ববোধ করি।’ উল্লেখ্য, শেষ ওভারে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার হেজেলউডকে বল দেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেই সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: Finch applauds Bumrah’s yorker: দুর্ধর্ষ ইয়র্কারে বোল্ড হয়ে বুমরাহের প্রশংসায় ফিঞ্চ, দিলেন হাততালি: ভিডিয়ো
এমনিতে কার্তিক যখন প্রথম স্ট্রাইক পান, তখন ভারতের দিকেই ম্যাচ ঝুঁকেছিল। তবে কার্তিকের ইনিংসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন রোহিত। তাই কার্তিক যেভাবে ম্যাচ শেষ করেছেন, তাতে উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা। কার্তিক অবশ্য যাবতীয় কৃতিত্ব রোহিত এবং অক্ষর প্যাটেলকে দিয়েছেন। ‘ব্যাটে রোহিত এবং বোলিংয়ে অক্ষর দারুণ খেলেছে। (জসপ্রীত) বুমরাহকে দলে ফিরতে দেখে ভালো লাগল। আমাদের এই ছন্দ ধরে রাখতে হবে। ১-১ স্কোরলাইনটা ভালো। আপনি সবসময় এরকম হাড্ডাহাড্ডি ম্যাচ খেলতে চান। ‘
For all the latest Sports News Click Here