চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিষেক বচ্চন! ছুটে গেলেন অমিতাভ-শ্বেতা
আচমকাই হাসপাতালে ভর্তি অভিষেক বচ্চন। জানা গিয়েছে, শ্যুটিং সেটে চোট পেয়েছেন বচ্চন পুত্র। এরপরই মুম্বইয়েরর লীলাবতি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। অভিষেকের ডান হাতে চোট রয়েছে। রবিবার রাতে ছেলের খোঁজখবর নিতে হাসপাতালে দৌড়ান অমিতাভ, সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও।
সূত্রের খবর, সুস্থই রয়েছেন অভিষেক, চিন্তার খুব বেশি কারণ নেই। তবে বচ্চন পরিবার বা হাসপাতালের তরফে অভিষেকের চোট নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি। গত সপ্তাহেই মনিরতনমের ছবি পুণ্যিয়ানি সেলভান (Ponniyin Selvan)-এর শ্যুটিংয়ে মধ্যপ্রদেশ উড়ে গিয়েছেন ঐশ্বর্য। স্ত্রীকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলেন অভিষেক পাপারাতজিদের ক্যামেরায় লেন্সবন্দিও হয়েছিলেন। রবিবার বিকালেই তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন ঐশ্বর্য-আরাধ্যা।
কালোরঙা সালোয়ার স্যুটে মুম্বই এয়ারপোর্টে লেসবন্দি হয়েছেন অভিষেক ঘরনি, নীল রঙা ফ্লোরাল প্রিন্টেট জাম্পস্যুট আর ডেনিম জ্যাকেটে ধরা দিয়েছেন বচ্চন পরিবারের খুদে সদস্য। হাসপাতালে ভর্তির খবরের মাঝেই রবিবার বিকালে সোশ্যাল মিডিয়ায় রাখির শুভেচ্ছা ভাগ করে নেন অভিষেক। দিদি শ্বেতার সঙ্গে ছেলেবেলার একগুচ্ছ ছবির ভিডিয়ো কোলাজ পোস্ট করেন বচ্চন পুত্র।
জানা গিয়েছে, তামিল ছবি ‘ওত্থা সেরুপ্পু সাইজ ৭’ (Oththa Seruppu Size 7)-এর হিন্দি রিমেক বানাচ্ছেন অভিষেক। এই ছবিতে শুধু অভিনেতা নয়, প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে জুনিয়র বি-কে। বহুচর্চিত এই তামিল ছবির শ্যুটিং লোকেশন একটিই এবং অভিনেতাও একজন। মূল চরিত্রের সঙ্গে সহ-অভিনেতাদের কথোপকথন থাকলেও স্ক্রিনে দেখা গিয়েছে একজনকেই। সেই ছবিই এবার পর্দায় তুলে ধরছেন অভিষেক। ছবির সেট থেকে কোনও ছবি যাতে ফাঁস না হয় তাই শ্যুটিং সেটে কোনওরকম মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই।
For all the latest entertainment News Click Here