চোট পেয়ে অজি ক্রিকেটারদের ছিটকে যাওয়ার ধারা জারি, ওয়ান ডে সিরিজে নেই তারকা পেসার
টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই ক্রিকেটারদের চোট-আঘাত সমস্যা ভুগিয়ে চলেছে অস্ট্রেলিয়াকে। একটিও টেস্টে ঘোষিত স্কোয়াডের সব ক্রিকেটার উপলব্ধ ছিলেন না। চোটের জন্য কাউকে না কাউকে মাঠের বাইরে রাখতে হয়েছে অজিদের। সমানে বজায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঠের বাইরে চলে যাওয়ার ধারা। এবার ওয়ান ডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেলেন তারকা পেসার।
চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাঠে নামতে পারবেন না ঝাই রিচার্ডসন। শুধু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেই নয়, বরং রিচার্ডসনের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলাও চূড়ান্ত অনিশ্চিত দেখাচ্ছে।
বিগ ব্যাশ লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান রিচার্ডসন। চোটের জন্য তিনি বিগ ব্যাশের ফাইনাল খেলতে পারেননি। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে হয়নি। যদিও বাস্তবে সেই চোটের জন্যই শেফিল্ড শিল্ড ও মার্শ কাপের কোনও ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর। তা সত্ত্বেও রিচার্ডসনকে ভারত সফরের জন্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোডায়ে জায়গা করে দেন অজি নির্বাচকরা। শেষমেশ চোট না সারায় ভারতে আসা হচ্ছে না তাঁর।
রিচার্ডসনের বদলি হিসেবে ন্যাথন এলিসকে ভারত সফরে পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্লেখ্য, এলিস এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মোটে ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ান ডে স্কোয়াড: প্যাট কামিন্স (ক্যাপ্টেন), সিয়ান অ্যাবট, অ্যাস্টন এগর, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জোশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও ন্যাথন এলিস।
For all the latest Sports News Click Here