চোট গুরুতর, ২০২৩ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলা হবে না মেরি কমের
শুভব্রত মুখার্জি: ২০২৩ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলা হবে না ৬ বারের চ্যাম্পিয়ন মেরি কমের। চোটের কারণেই খেলতে পারবেন না তিনি। একথা স্পষ্ট করে জানিয়েছেন মেরি কম। তাঁর ভক্তদের জন্য বেশ খারাপ খবর বলা যেতেই পারে। ছয় বারের চ্যাম্পিয়ন মেরি কম চোটের কারণেই এবার নামতে পারবেন না মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে। নিঃসন্দেহে মেরি কমের কাছে এই চ্যাম্পিয়নশিপে খেলতে না পারাটা খুব বড় সেটব্যাক তো বটেই।
আরও পড়ুন… Hockey World Cup 2023: কবে কবে ভারতের খেলা, জানুন সব তথ্য
মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্যতম সেরা বক্সার মেরি কম। বলা যায় অন্যতম সফলতম বক্সার তিনি। ৪০ বছর বয়সি এই বক্সার বক্সিং চ্যাম্পিয়নশিপে মোট আটটি পদক জিতেছেন। যার মধ্যে আবার রয়েছে ৬টি সোনা। মেরি কমের তরফে চোটের কথা জানানো হলেও বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। চোটের ধরণ বা এই মুহূর্তে কি অবস্থা রয়েছে চোটের সেই বিষয়টি ও জানানো হয়নি। তবে তিনি যে দ্রুত সুস্থ হওয়ার লড়াই চালাচ্ছেন সেকথাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন… এটা ধোনি ও বিরাটের সঙ্গেও হতে দেখেছি- অবশেষে মুখ খুললেন 3D প্লেয়ার বিজয় শঙ্কর
উল্লেখ্য উজবেকিস্তানের, তাসখন্দে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। ১-১৪ মে হবে এই প্রতিযোগিতা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মেরি কম বলেছেন ‘আইবিএ আয়োজিত ২০২৩ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আমি অংশ নিতে পারব না। এর কারণ চোট। আমি তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আমি আশা করব এই চ্যাম্পিয়নশিপ থেকে এবার ভারত আরও অনেক চ্যাম্পিয়নকে পাবে। আমি সমস্ত প্রতিযোগীকে শুভেচ্ছা জানাচ্ছি।’উল্লেখ্য গতবছর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ও চোটের কারণে খেলা হয়নি মেরির। হাঁটুর চোটের কারণে ট্রায়ালেই নামতে পারেননি তিনি।
For all the latest Sports News Click Here