চোট কাটিয়ে ফিরবেন মুকেশ? বড়সড় আপডেট এল CSK ক্যাম্প থেকে
৩১ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। মরশুম শুরু হওয়ার আগেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের চোট আঘাতের সমস্যায় ভুগছে। দিল্লির ঋষভ পন্ত দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে গিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ এই বছরের আইপিএল খেলতে পারবেনা। এই তালিকায় নতুন সংযোজন হয়েছেন তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। পিঠের চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পারেননি তিনি। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন কিনা সেই বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে বোর্ড সূত্রে খবর আইপিএলে দেখা যাবে না শ্রেয়সকে।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী চেন্নাই সুপার কিংসের পেসার মুকেশ চৌধুরী এবং লখনউ সুপার জায়ান্টসের মহসিন খানও টুর্নামেন্টে অনুপস্থিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পিঠের চোটের জন্য মুকেশের ফিটনেস প্রক্রিয়া চলছে।
গত বছর সিএসকের পেসার মুকেশ চৌধুরী দুর্দান্ত পারফরম্যান্স করেন। সেই সময় তিনি ১৩ ম্যাচে ১৬ উইকেট নেন। বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ আইপিএলে ভালো পারফরম্যান্সের পর তিনি তাঁর রাজ্য দল মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। ঘরোয়া ক্রিকেটের কয়েকটি ম্যাচে খেলেছেন। কিন্তু ডিসেম্বর থেকে খেলার বাইরে রয়েছেন মুকেশ। সিএসকের সিইও কাসি বিশ্বনাথন ভক্তদের জন্য খারাপ খবর দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমরা মুকেশের জন্য অপেক্ষা করছি। তবে সত্যি বলতে দলে তাঁর ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কম। মুকেশ গত বছর আমাদের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বছর যদি ও খেলতে না পারে তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।’
অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে মহসিনও চোটের সমস্যায় ভুগছেন। তবে তিনি জাতীয় অ্যাকাডেমিতে নয় লখনউ শিবিরে নিজের প্রস্তুতি সারছেন। মনে করা হচ্ছে টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাঁর ফিটনেস ফিরে পাবেন। তবে তিনি খেলতে পারবেন কিনা সে বিষয়ে লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। গত বছরের আইপিএলে মহসিন ৯ ম্যাচে যথেষ্ট দাগ কেটেছেন। তিনি ছয়ের নিচে ইকোনমি রেটে ১৪ উইকেট নেন।
এই বছরের আইপিএলের প্রথম দিন হার্দিক পান্ডিয়ার দলের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে ১ এপ্রিল দিল্লির মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস।
For all the latest Sports News Click Here