চোটের কারণে গোটা বছর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি, IPL-এর আগে ফিট চাহার
গত বছর দু’টি বড় ধরনের চোটের কারণে পুরো মরশুমটাই কার্যত নষ্ট হয়েছে ভারতের পেসার দীপক চাহারের। চলতি বছর তিনি এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি। তবে আইপিএল শুরুর আগে তিনি ঘোষণা করেছেন যে, তিনি পুরোপুরি ফিট এবং ৩১ মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করতে চলেছেন।
দীপক চাহারকে শেষ বার গত বছর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডে-তে খেলেছিলেন তিনি। যে ম্যাচে তিন ওভার বল করার পরেই চোট পেয়ে তাঁকে ছিটকে যেতে হয়। তবে আইপিএলের আগে তাঁর প্রত্যাবর্তনের খবরে নিঃসন্দেহে নিশ্চিন্ত হবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ICC T20I Player Rankings-এ বিশাল লাফ বঙ্গ তনয়ার, ক্যারিয়ারের সেরা জায়গায় রেণুকা
৩০ বছরের তারকা মারাত্মক চোট-প্রবণ। দীপক চাহার স্ট্রেস ফ্র্যাকচারের পাশাপাশি সম্প্রতি কোয়াড গ্রেড থ্রি টিয়ার থেকে সেরে ওঠার জন্য কঠিন লড়াই চালিয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে রিহ্যাবের পর দীপক চাহার আইপিএলের জন্য এ বার প্রস্তুতি নিচ্ছেন। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে চাহার বলেছেন, ‘আমি আমার ফিটনেস নিয়ে গত দু’-তিন মাস ধরে কঠোর পরিশ্রম করছি। আমি পুরোপুরি ফিট এবং আইপিএলের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছি।’
আরও পড়ুন: সহ-অধিনায়কত্ব গিয়েছে, ইন্দোর টেস্টে কি দল থেকে বাদ পড়বেন রাহুল?
তিনি যোগ করেছেন, ‘আমার দু’টি বড় চোট ছিল। একটি ছিল স্ট্রেস ফ্র্যাকচার এবং একটি ছিল কোয়াড গ্রেড থ্রি টিয়ার। এই দু’টি খুব বড় ধরনের চোট। আপনি মাসের পর মাস মাঠের বাইরে আছেন। যে কারও চোটের পর ফিরে আাসতে সময় লাগে, বিশেষ করে ফাস্ট বোলারদের। আমি যদি ব্যাটার হতাম, তবে আমি অনেক আগে খেলা শুরু করে দিতে পারতাম। কিন্তু একজন ফাস্ট বোলার হিসেবে যখন আপনার স্ট্রেস ফ্র্যাকচার হয়, তখন ট্র্যাকে ফিরে আসা খুব কঠিন। আপনি অন্যান্য বোলারদেরও পিঠের চোটের সঙ্গে লড়াই করতে দেখতে পাবেন।’
রাজস্থানের এই পেসার গত মাসে সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম-শ্রেণীর ম্যাচের হাত ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। কিন্তু রঞ্জি ট্রফিতে এটিই তাঁর একমাত্র ম্যাচ ছিল। একাধিক চোট তাঁকে ২২ গজ থেকে বারবার দূরে ঢেলে দিয়েছে। দীপক বলছিলেন, ‘আমি সারা জীবন একটা নিয়মই মেনে চলেছি। আমি যদি আমার ইচ্ছা মতো বোলিং করি, যদি আমি যে ভাবে চাই, সে ভাবে ব্যাটিং করি, তা হলে আমাকে কেউ বাধা দিতে পারে না। এটাই ছিল মৌলিক নিয়ম, যেটা দিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি।’
তিনি আরও বলেছেন, ‘কে খেলছে, কে খেলছে না তা নিয়ে আমি চিন্তা করি না। আমার উদ্দেশ্য হল সম্পূর্ণ ফিট হওয়া এবং বল ও ব্যাট হাতে ১০০ শতাংশ পারফর্ম করা। যদি আমি তা করি, তাহলে আবার সুযোগ পাব।’ ২০১৮ সালের জুলাইয়ে ভারতে অভিষেক হওয়ার পর থেকে, তিনি ১৩টি ওডিআই এবং ২৪টি টি-টোয়েন্টি খেলছেন।
For all the latest Sports News Click Here