চোটের কবলে রোহিতের অস্ত্র, নামতে পারলেন না ইডেনে, দলে ঢুকলেন KKR-র প্রাক্তনী
চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন যুজবেন্দ্র চাহাল। তাঁর পরিবর্তে ভারতের প্রথম একাদশে কুলদীপ যাদব অন্তর্ভুক্ত হয়েছেন। যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সি গায়ে ইডেন গার্ডেন্সে অসংখ্য ম্যাচ খেলেছেন।
বৃহস্পতিবার ইডেন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা (India vs Sri Lanka)। সেইসময় ভারতের অধিনায়ক জানান, গুয়াহাটিতে যে প্রথম একাদশ নামানো হয়েছিল, তা থেকে একটি পরিবর্তন করা হয়েছে। চোটের জন্য খেলতে পারছেন না চাহাল। রোহিত বলেন, ‘একটি পরিবর্তন করতে বাধ্য হয়েছি আমরা। গত ম্যাচে ঝাঁপিয়ে পড়েছিল। আজ সকালে ওর ঠিকঠাক লাগছিল না। ওর জায়গায় প্রথম একাদশে এসেছেন কুলদীপ যাদব।’
আরও পড়ুন: IND vs SL Live Updates: প্রথম উইকেট শিকার করল ভারত, অভিষ্কাকে ২০ রানে ফেরালেন সিরাজ
পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে, ডান কাঁধে চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে পারছেন না চাহাল। তবে চোট কতটা গুরুতর, কতদিন মাঠের বাইরে থাকতে হবে এবং তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারবেন কিনা, তা ভারতীয় বোর্ডের তরফে এখনও জানানো হয়নি। উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি (রবিবার) তিরবনন্তপুরমে তৃতীয় একদিনের ম্যাচ আছে।
টসের সময় রোহিত কী বললেন?
১) টসে হারা নিয়ে রোহিত বলেন, ‘আমি দোনামোনায় ছিলাম। গত ম্যাচের কথা ভেবে আমি প্রথমে ব্যাট করতে চাইছিলাম। পিচ দেখে প্রথমে বল করতে চাইছিলাম। এরকম যখন দোটানায় থাকেন, তখন টসে হেরে যাওয়াই ভালো।’
আরও পড়ুন: সচিন, কোহলি, ধোনি নন; এই ৩ খেলোয়াড়কে সর্বকালের সেরা দলে রাখবেনই ডু’প্লেসি!
২) ইডেনে খেলা নিয়ে রোহিত বলেন, ‘আমি এখানে (কলকাতার ইডেন গার্ডেন্সে) খেলতে ভালোবাসি। দর্শকরা সবসময় উত্তেজনায় ফুটতে থাকেন। যা আমার খেলার স্তরকে আরও একটু উপরে নিয়ে যেতে সাহায্য করে। অতীতে যা হয়েছে, সেটা হয়ে গিয়েছে। দল হিসেবে আমাদের নতুনভাবে শুরু করতে হবে।’
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং উমরান মালিক (অর্থাৎ সূর্যকুমার যাদব, আর্শদীপ যাদব, ইশান কিষানদেরও আজ মাঠের বাইরে বসতে হচ্ছে)।
For all the latest Sports News Click Here