চোটের কবলে মনবীর সিং,কিরঘিজস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে যোগ দিলেন সাহাল সামাদ
শুভব্রত মুখার্জি: মঙ্গলবারেই কিরঘিজস্তানের বিরুদ্ধে হিরো ত্রিদেশীয় সিরিজ ফুটবল টুর্নামেন্টে নামবে ভারতীয় দল। ইম্ফলে খুমান লাম্পাক স্টেডিয়ামে ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় সমর্থকদের জন্য কিছুটা হলেও খারাপ খবর। স্ট্রাইকার মনবীর সিংয়ের চোট রয়েছে। আর এই চোটের ফলে শেষ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন এটিকে মোহনবাগানের হয়ে খেলা এই স্ট্রাইকার। উল্লেখ্য, এই ম্যাচ ড্র করলেই এই প্রতিযোগিতায় জিতে যাবে ভারত। তারা নিজেদের প্রথম ম্যাচে মায়ানমারকে হারিয়েছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে মায়ানমার এবং কিরঘিজস্তানের খেলা ১-১ ড্র হয়েছে। ফলে ভারত বনাম কিরঘিজস্তান ম্যাচ ড্র হলেই গোলপার্থক্যে চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারতীয় দল।
আরও পড়ুন: এএফসি এশিয়ান কাপে শেষ বার দেশের হয়ে খেলবেন সুনীল- দাবি জাতীয় দলের কোচ স্টিমাচের
চোটগ্রস্ত মনবীর সিংয়ের জায়গায় দলে কভার হিসেবে নেওয়া হয়েছে সাহাল আব্দুল সামাদকে। কিরঘিজস্তান ম্যাচের আগেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর ভারত এই প্রতিযোগিতা যদি জেতে, তবে ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিম্যাচের প্রশিক্ষণে এটি হবে ভারতের দ্বিতীয় ট্রফি জয়। প্রসঙ্গত এর আগে ২০২১ সালে নিজেদের ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারতীয় দল। ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে ৯৪ নম্বরে রয়েছে কিরঘিজস্তান। ভারতের থেকে তারা বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচে তাদের জিততেই হবে। স্বাভাবিক ভাবেই তারা যে আক্রমণাত্মক খেলবে, সেটা আশা করাই যায়।
আরও পড়ুন: আগুনে মেজাজে রোনাল্ডো, ৬-০ জয় পর্তুগালের, জিতল ইংল্যান্ড, ইতালিও
২০২১ সালের মার্চ মাসে ভারত শেষ বার তাদের থেকে ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা বিপক্ষ ওমানের বিরুদ্ধে ড্র করেছিল। মায়ানমার ম্যাচের প্রথম একাদশে ভারত কমপক্ষে ছটি পরিবর্তন আনতে চলেছে। গোলে ফিরছেন গুরপ্রীত সিং সান্ধু। সেন্ট্রাল ডিফেন্স চিংলেঙ্গসানা সিং এবং মেহতাব সিংয়ের জায়গায় সম্ভবত আসতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলি। রাইট ব্যাকে ইগর স্টিম্যাচ খেলাতে পারেন প্রীতম কোটালকে। উল্লেখ্য, আইএসএলে মোহনবাগানের হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করেছেন প্রীতম। লেফট ব্যাকে খেলানো হতে পারে আকাশ মিশ্রকে। এ ছাড়াও নাওরেম রোশন সিংকেও খেলানো হতে পারে প্রথম একাদশে। ম্যাচে একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলানো হতে পারে আন্তর্জাতিক ম্যাচে ৮৪ টি গোল করা ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে।
For all the latest Sports News Click Here