চোটগ্রস্ত লুকাকুকে স্কোয়াডে রেখে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল রবার্টোর বেলজিয়াম
শুভব্রত মুখার্জি:- ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ও হারতে হয়েছিল বেলজিয়াম দলকে। সেবার তৃতীয় স্থানে থেকেই শেষ করতে হয়েছিল তাদের। সেই যন্ত্রণা স্বাভাবিকভাবেই এবার ভুলতে চাইবেন বেলজিয়ামের ফুটবলাররা। কাতার বিশ্বকাপেই তাঁদের ‘গোল্ডেন জেনারেশনের’ কার্যত শেষ বিশ্বকাপ হতে চলেছে। ফলে বিশ্বকাপের শিরোপা জিতেই আন্তর্জাতিক ফুটবলের মঞ্চকে বিদায় জানাতে চাইবেন তাঁরা। এমন আবহেই কাতার বিশ্বকাপের ২৬ জনের দল ঘোষণা করেছেন বেলজিয়ামের হেড কোচ রবার্টো মার্টিনেজ। চোটগ্রস্ত লুকাকুকে দলে রেখেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড।
কাতার বিশ্বকাপের শুরুতেই হয়তো খেলতে পারবেন না লুকাকু। তবে ইন্টার মিলান স্ট্রাইকারকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করে দিলেন বেলজিয়াম কোচ। কাতার বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। বর্তমানে রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পেলেও দলে রাখা হয়েছে অপর মিডফিল্ডার ইডেন হ্যাজার্ডকে। চলতি মরশুমের শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটের সমস্যায় জর্জরিত লুকাকু। যে কারণে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে বেলজিয়ামের ৬টি ম্যাচের ৫টিতেই খেলতে পারেননি তিনি।
আরও পড়ুন… Ind vs Eng: হারের পরে রোহিত-রাহুলদের পাশে দাঁড়িয়ে প্রশ্নের মুখে সচিন তেন্ডুলকর
গত অক্টোবরে চোট সারিয়ে ফিরেছেন মাঠে। ফেরার পর ইন্টারের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেছেন। তারপরেই আবার হ্যামস্ট্রিয়ের চোটে ছিটকে যান লুকাকু। ফলে এখনও নিশ্চিত নয় কাতারে তাঁর খেলা। বিশ্বকাপে কোন ম্যাচে বা আসরের কোন পর্যায়ে খেলার মতো অবস্থায় তিনি আসবেন সেই বিষয়েও রয়েছে ধোঁয়াশা।
দলের ওয়েটলিস্টে চারজন ফুটবলারকে রেখেছেন মার্টিনেজ। এই তালিকায় রয়েছেন ব্রায়েন হেইনেন, অ্যালেক্সিস সালেমাকের্স, ডোডি লুকেবাকিয়ো, জেসন ডিনায়ার। ২৬ জনের দলের কেউ যদি প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে আনফিট থাকেন, তাহলে এই চার জন থেকে বদলি হিসেবে দলে সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য কাতারে ‘এফ’ গ্রুপে রয়েছে বেলজিয়াম। যেখানে তাঁদের সঙ্গে রয়েছে ক্রোয়েশিয়া,কানাডা ও মরক্কো। বেলজিয়ামের প্রথম ম্যাচ আগামী ২৩ নভেম্বর। প্রতিপক্ষ কানাডা।
আরও পড়ুন… হতাশ, আহত, মর্মাহত… ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে আবেগপ্রবণ হার্দিক
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড:
১) গোলরক্ষক: থিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সিমোন মিনোলেট (ক্লাব ব্রুজ), কুন কাসতিলস (ভলফসবুর্ক)
২) ডিফেন্ডার: ইয়ান ভার্টোনেগেন (আন্ডারলেখট), টবি আল্ডারভাইরেল্ড (রয়্যাল অ্যান্টওয়ার্প), লিয়ান্ডার দেন্দোনকার (অ্যাস্টন ভিলা), জিনো দেবাস্ত (অ্যান্ডারলেখট), আর্থুর থিয়াটে (রেঁন), ভাউট ফাস (লেস্টার সিটি)
৩) মিডফিল্ডার: হান্স ভানাকেন (ক্লাব ব্রুজ), অ্যালেক্স উইটসেল (অ্যাথলেটিকো মাদ্রিদ), ইউরি টিলেমান্স, আমাদু ওনানা ও কেভিন ডি ব্রুইনা (ম্যাঞ্চেস্টার সিটি), ইয়ানিক কারাস্কো (অ্যাথলেটিকো মাদ্রিদ), টোরগ্যান অ্যাজার (বরুশিয়া ডর্টমুন্ড), টিমোটি কাস্টানিয়া (লেস্টার সিটি), টমা মুনিয়ে (বরুশিয়া ডর্টমুন্ড)।
৪) ফরোয়ার্ড: লুকাকু (ইন্টার মিলান), মিচি বাতসুয়াই (ফেনের্বাচ), লুইস ওপেন্দা (লঁস), চার্লস ডে কেতেলারে (এসি মিলান), ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ), জেরেমি ডকু (রেন), ড্রেস মার্টিন্স (গালাতাসারাই), লিয়ান্দ্র ত্রোসার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)।
For all the latest Sports News Click Here