চোখ বুজে রোহিতদের স্টাইলে খেলবে না পাকিস্তান, স্পষ্টভাবে জানালেন রিজওয়ান
চোখ বুজে রোহিত শর্মাদের মতো আক্রমণাত্মক স্টাইলে খেলবেন না। টি-টোয়েন্টিতেও পরিস্থিতি বুঝে খেলবে পাকিস্তান। স্পষ্ট জানিয়ে দিলেন মহম্মদ রিজওয়ান। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি হলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। বল নিচু হয়ে আসছিল। ব্যাটে বল আসছিল না।’
শুক্রবার এশিয়া কাপে হংকংকে ১৫৫ রানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। যে ম্যাচে ব্যাটিং করতে প্রথমদিকে বেশ সমস্যার মুখে পড়ছিলেন রিজওয়ানরা। প্রথম ওভারে মাত্র ৬৪ রান উঠেছিল। ঢিমেগতির পিচে বল নিচু হয়ে আসছিল। এতটাই ঢিমেতালে বল আসছিল যে টাইমিং করতে পারছিলেন পাকিস্তানের ব্যাটাররা। সমস্যায় পড়েন হংকংয়ের ব্যাটাররা। যা পাকিস্তানের বোলারদের কাজটা আরও সহজ করে দেয়।
আরও পড়ুন: হংকংকে উড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের, সুপার ফোরে বাবরদের মুখোমুখি হওয়ার আগে টিম ইন্ডিয়ার ভয়ের ৫টি কারণে চোখ রাখুন
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও সেই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দারুণ জয়। উইকেটে বল নিচু হয়ে আসছিল। যেভাবে ওরা (রিজওয়ান, ফখর জামান) ব্যাট করেছি এবং যেভাবে খেলা শেষ করেছি, তা দুর্দান্ত ছিল। আমরা চাই যে টপ-অর্ডার ব্যাটাররা শেষপর্যন্ত থাকুক। লোয়ার অর্ডার ব্যাটাররা ওদের গড়ে দেওয়া ভিত্তিতে দাঁড়িয়ে (বড় রান করে) দেবে। যেভাবে নাসিম (শাহ) এবং দাহানি অভিষেক করেছে, তা দুর্দান্ত। ওরা দুর্দান্ত খেলেছে।’
আরও পড়ুন: India vs Pakistan Super Four Match: কয়েক ঘণ্টা পরেই ফের ভারত বনাম পাকিস্তান! এশিয়া কাপের সুপার ফোরের পুরো সূচি দেখুন
- সুপার ফোরের সূচি
- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, ৩ সেপ্টেম্বর, শারজা (বি১ বনাম বি২)।
- ভারত (গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকে উঠে গিয়েছে) বনাম পাকিস্তান, ৪ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম এ২)।
- ভারত বনাম শ্রীলঙ্কা, ৬ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম বি১)।
- পাকিস্তান বনাম আফগানিস্তান, ৭ সেপ্টেম্বর, শারজা (এ২ বনাম বি২)।
- ভারত বনাম আফগানিস্তান, ৮ সেপ্টেম্বর, দুবাই (এ১ বনাম বি২)।
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, ৯ সেপ্টেম্বর, দুবাই (বি১ বনাম এ২)।
- ফাইনাল, ১১ সেপ্টেম্বর, দুবাই।
For all the latest Sports News Click Here