চোখ ফুলে ঢোল, ফিলার নিয়ে ভক্তদের সাবধানবাণী উরফির, বললেন, ‘করানোর আগে ভাবুন’
সম্প্রতি আন্ডার আই ফিলার্স লাগিয়েছিলেন উরফি জাভেদ। কিন্তু চোখের তলার কালি বা ডার্ক সার্কেল সারাতে গিয়ে যে সমস্যায় তিনি পড়েছেন সেটা দেখে উরফি নিজে তো বটেই তাঁর ভক্তরা পর্যন্ত শিউরে উঠছে। এতে যে হিতে বিপরীত হয়েছে সেটা বলাই বাহুল্য। এবার এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁর সকল ভক্তদের এই জিনিসটা নিয়ে সচেতন করলেন।
রবিবার ইনস্টাগ্রাম স্টোরিজে নিজের অবস্থার একটি ছবি পোস্ট করেন উরফি। সেখানেই দেখান তাঁর চোখের নিচের চামড়ার কী ভয়ংকর অবস্থা হয়ে রয়েছে।
উরফি যে ছবি পোস্ট করেছেন সেখানে তাঁকে একটি সবুজ রঙের প্রিন্টেড জামা পরে থাকতে গিয়েছে। নিজের এই সেলফি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, আন্ডার আই ফিলার্স করানোর আগে আবার ভাবুন। সচেতন হন। আমার চোখের নিচে এখন কুঁজ হয়ে গিয়েছে।’
তিনি তাঁর এই পোস্টে আরও লেখেন, ‘ যাঁর মাছ থেকে আমি এই ট্রিটমেন্ট করিয়েছি সেই চিকিৎসক আমার চোখের নিচটা বরবাদ করে দিয়েছেন। এমনকি আমার ঠোঁটও। কিন্তু আমি সেই ফিলার্স গলিয়ে দিয়েছি বলে ঠোঁট এখন খানিক ঠিক আছে। এবার চোখের নিচের এই ফিলার্স গলাতে হবে। এই ফিলার গলানো যে কী কষ্টকর, যে করেছে সেই জানে।’
গত সপ্তাহে উরফি নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘গতকাল আমি এটা করেছি মেক আপ দিয়ে! নিজেকে নিয়ে কিছুটা গর্বিত…না, কেউ আমাকে আঘাত করেনি, আমি চোখের নিচে ফিলার করিয়েছিলাম এবং আঘাত পেয়েছি। এই সব ডার্ক সার্কেল ক্রিম একটা ভাওতা! এগুলো কিনবেন না।’
প্রসঙ্গত সম্প্রতি উরফি সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা অবাক করেছে সবাইকে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করে উরফি জানিয়েছেন, কীভাবে একদল ছেলে ফ্লাইটে অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার করেছে এবং তাঁর নাম উচ্চস্বরে চিৎকার করতে থাকে। ফ্লাইটে করে মুম্বই থেকে গোয়া যাচ্ছিলেন উরফি। সেই সময় তাঁর সঙ্গে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। ইনস্টা স্টোরিতে ভিডিয়ো শেয়ার করে উরফির অভিযোগ, যে ফ্লাইটে তিনি যাত্রা করছিলেন, সেখানে একদল ছেলেও যাচ্ছিল। তাঁরা ফ্লাইটে অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার করে।
For all the latest entertainment News Click Here