চেপে থাকা রাগ বের করার অপেক্ষায় ছিল, বিরাট-গৌতি ঝামেলায় সুর চড়ালেন এই ক্রিকেটার
সদ্য শেষ হওয়া আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে ঝামেলায় জড়ান বিরাট কোহলি এবং নবীন-উল-হক। দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরিস্থিতি গড়ায় ম্যাচের পরেও। কাইল মেয়ার্স যখন বিরাট কোহলির সঙ্গে কথা বলতে যান, তখন মেয়ার্সকে সরিয়ে নিয়ে চলে আসেন লখনউ দলের মেন্টর গৌতম গম্ভীর। পরিস্থিতি গরম হয়ে ওঠে। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলা দেখা দেয়।
পরিস্থিতি যে খারাপ হচ্ছে তা স্পষ্ট বোঝা যায়। বাধ্য হয়েই দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা এগিয়ে আসেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমনকী আম্পায়ারকেও আসরে নামতে হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতির স্বাভাবিক হয়। এই ঘটনায় বিরাট এবং গম্ভীরের মধ্যেকার সম্পর্কের দূরত্বটা ফের সবার সামনে পরিস্কার হয়েছে। এই প্রথম এমনটা হয়েছে তা নয়, গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ও এমন ঘটনা ঘটে। ফলে এই দুই হেভিওয়েটের মধ্যে ঝামেলা নতুন কিছু নয়।
এই দুই ঘটনার পরই বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। অনেকেই এই দুই তারকার ঘটনা ভালো চোখে দেখেননি। দুই ক্রিকেটারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার মধ্যে অনেকেই বিরাট কোহলির হয়ে কথা বলেছেন। আবাক কেউ কেউ গৌতম গম্ভীরের পাশে থেকেছেন। আইপিএলর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘটনার নিস্পত্তি ঘটে গেলেও ফের একবার সেই ম্যাচের প্রসঙ্গ টেনে আনলেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ। নাদির আলি পডকাস্ট অনুষ্ঠানে এই পাক ক্রিকেটার বলেন, ‘বিরাট এবং গম্ভীরের এই ঘটনা দেখার পর একজন দর্শক হিসাবে আমার মনে হয়েছে, গম্ভীর তাঁর ভিতরে চেপে থাকা রাগ বের করে আনতে চেয়েছে। ও কোনও একটি মুহূর্তের জন্য করছিল। সুযোগ পেলেই সেই রাগ বের করে বিরাটের সঙ্গে ঝামেলা করার মতো পরিস্থিতি সৃষ্টি করবে।’
এখানেই থেমে থাকেননি পাক ক্রিকেটার। তিনি আরও বলেছেন, ‘এমন ঘটনা দেখার পর সত্যি খারাপ লাগছে। আমরা যা দেখতে পেয়েছি, সেই ম্যাচে নবীন-উল-হকের সঙ্গে ঝামেলা লাগে বিরাট কোহলি। তাহল কেন একই গৌম্ভীর সেই ঝামেলায় জড়াতে গেল। একই দেশের ক্রিকেটার হয়ে এমন আচরণ মোটেই ভালো বিজ্ঞাপন নয়। আমার মনে হয় গম্ভীর হয়ত এমন কিছু পরিস্থিতির জন্যই অপেক্ষা করছিল। কিন্তু এতে দেশের নামই ডুবল। কারণ বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সেখানে দুই তারকার লড়াই প্রকাশ্যে আসা মোটেই ভালো দিক নয়।’
For all the latest Sports News Click Here