চেনা সমর্থকের সামনে অচেনা প্রতিপক্ষ, AFC কাপের অনুশীলনে নেমে রয় কৃষ্ণর বার্তা
যুবভারতীতে এটিকে মোহনবাগানের অনুশীলনে নেমে পড়লেন রয় কৃষ্ণ। এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। অনুশীলনে যোগ দিয়ে রয় কৃষ্ণ বলেন,‘জানিনা, যুবভারতীতে ১২ এপ্রিল আমাদের প্রতিপক্ষ কোন দল হবে। তবে যেই হোক সে হবে আমাদের অচেনা। ফলে ম্যাচটা কঠিন হতে চলেছে। অচেনা প্রতিপক্ষকে সবসময় সমীহ করতে হয়। জেতার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। স্ট্রাইকারদের কাছ থেকে সবাই গোল চায়। আমি সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। জানি, যুবভারতীতে প্রথম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার কেরিয়ারের দারুণ একটা ঘটনা হয়ে থাকবে।’
নিজেদের দলের কন্ডিশন নিয়ে বলতে সবুজ মেরুনের নায়ক রয় কৃষ্ণ বলেন,‘প্রায় সব ফুটবলার প্রস্ততি শিবিরে এসে গিয়েছেন। আমাদের দলও কন্ডিশনে আছে দেখলাম। এএফসিতে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য থাকবে। তার আগে গ্রুপ লিগের বাধা টপকাতে হবে। তারও আগে প্রাক পর্বের দুটো ম্যাচ জিততেই হবে। ম্যাচ ধরে ধরে এগোনোই লক্ষ্য থাকবে আমাদের।’
নিজের ভক্তদের উদ্দেশ্যে কৃষ্ণ বলেন,‘ইনস্টাগ্রাম, ফেসবুকে আমাকে সারাবছর যাঁরা উদ্বুদ্ধ করেন সেই সবুজ মেরুন সমর্থকদের উচ্ছ্বাস দেখার জন্য মুখিয়ে রয়েছি। টিভিতে, ইউটিউবে সেই উচ্ছ্বাস দেখেছি। এবার তাঁদের চোখের সামনে খেলার সুযোগ পাব। এটা ভাবলেই কী রকম রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। গোল করতে হবে। আমি জানি আমার দিকে সবাই গোলের জন্য তাকিয়ে থাকবে। আমার তরফ থেকে চেষ্টার কোনও ক্রটি থাকবে না।’দলের কোচ জুয়ান ফেরান্দো রয়ের ফিটনেস দেখে খুশি।
For all the latest Sports News Click Here