চেনা মেজাজে ফিরেই ছক্কার নজির রোহিতের, মুম্বইয়ের জার্সিতে বিরল ‘ডাবল সেঞ্চুরি’
টুর্নামেন্টের শুরু থেকেই পরিচিত ছন্দে ছিলেন না রোহিত শর্মা। রান পাচ্ছিলেন টুকিটাকি, তবে পরিচিত দাপট দেখা যাচ্ছিল না হিটম্যানের ব্যাটিংয়ে। অবশেষে চলতি আইপিএলে চেনা মেজাজে ব্যাট করতে দেখা গেল মুম্বই অধিনায়ককে। যদিও নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি।
ব্র্যাবোর্নে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ৫১তম লিগ ম্যাচে মুম্বইয়ের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রান করে আউট হন। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য এক মাইলস্টোন টপকে যান রোহিত।
আরও পড়ুন:- ১৯৪ রানে ডিক্লেয়ার! সচিনকে ডাবল সেঞ্চুরি করতে দেওয়া উচিত ছিল দ্রাবিড়ের, বিতর্ক পুনরায় খুঁচিয়ে তুললেন যুবরাজ
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমে ২০০টি ছক্কা হাঁকানোর নজির গড়লেন রোহিত। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন মাইলস্টোন টপকে যান তিনি। রোহিতের আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন কেবল কায়রন পোলার্ড। ক্যারিবিয়ান তারকা গুজরাট ম্যাচের আগে মুম্বইয়ের হয়ে মোট ২৫৭টি ছক্কা মেরেছেন। ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতের ছক্কার সংখ্যা দাঁড়ায় ২০১টি।
আরও পড়ুন:- ১১টি দেশের ১১ জন ক্রিকেটার মাঠে নামলেন একই দলের হয়ে, বিরল নজির দুবাইয়ের এই T20 টুর্নামেন্টে
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া, যিনি এই মুহূর্তে প্রতিপক্ষ গুজরাট টাইটানস দলের ক্যাপ্টেন। হার্দিক মুম্বইয়ের হয়ে ৯৮টি ছক্কা মেরেছেন। আম্বাতি রায়াড়ু মেরেছেন ৮৪টি ছক্কা।
For all the latest Sports News Click Here