‘চেঞ্জিং রুমে সেক্স করেছি’, যৌনতা নিয়ে আর কী বললেন সিদ্ধার্থ মালহোত্রা?
এই মুহূর্তে বলিউডের ‘ মোস্ট এলিজেবল ব্যাচেলার’-এর তালিকায় একদম উপরের দিকে রয়েছেন সিদ্ধার্থ। যদিও মন দেওয়া-নেওয়ার পালা তো আগেভাগেই সেরে ফেলেছেন করণের এই স্টুডেন্ট। কিয়ারা আডবানির সঙ্গে সিদ্ধার্থের প্রেম কাহিনি কারুর অজানা নয়। কফি উইথ করণের চলতি সিজনে কিয়ারার সঙ্গে নিজের প্রেমের গল্পে শিলমোহরও দিয়ে দিয়েছেন সিদ্ধার্থ।
‘কফি উইথ করণ’-এর সাম্প্রতিক এপিসোড জুড়ে ছিল শুধু সিদ্ধার্থ-কিয়ারার প্রেম চর্চা আর ভিকি-ক্যাটরিনার নতুন দাম্পত্যের গল্প। সিদ্ধার্থের সঙ্গে অতিথি হিসাবে হাজির ছিলেন ক্যাটরিনার বেটারহাফ ভিকি কৌশল। ‘পাঞ্জাবিয়ানা’য় ভরপুর এই এপিসোডে একদিকে যেমন প্রেম নিয়ে কথা হল, তেমনই বাদ থাকল না সেক্স চর্চাও। এমনিতেই হোস্ট করণ জোহরের বদনাম রয়েছে, তিনি সব বিষয়ের মধ্যেই যৌনতা খুঁজে নেন। এবার তেমনটাই ঘটেছে।
নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভালো আর কেউ জানেন না। আর ক্যামেরার সামনে সবকিছু উগরে নিতেও এক্সপার্ট তিনি। শো-এর একটি অংশে ভিকি ও সিদ্ধার্থের ইনস্টাগ্রাম পোস্টে ফ্যানেদের মন্তব্য নিয়ে আলোচনা চলছিল। সেখানে ভিকির খালি গা-এ পোস্ট করা এক ছবিতে অনুরাগী লিখেছেন, ‘ভিকি কৌশলের মধ্যেই এতো উষ্ণতা আছে যে ক্যাটরিনার কম্বলের দরকার পড়বে না’। লজ্জায় লাল হয়েই ভিকি জবাব দেন, ‘এই মন্তব্যটা আমার ভালো লেগেছে’। করণ জোহর এর মাঝেই ফুট কেটে বলেন, ‘অন্য অনেকের চেয়ে এই মন্তব্যের মধ্যে যৌনতার গন্ধ কম আছে’।
এই প্রসঙ্গেই সিদ্ধার্থ বলেন, ‘আসলে ভালোবাসা থাকাটা জরুরি। ভালোবাসা ছাড়া সেক্স অর্থহীন’। সিদ্ধার্থের এই কথা শুনে ভ্রু কুঁচকাতে ছাড়েননি ভিকি-করণরা। অন্যদিকে ব়্যাপিড ফায়ার রাউন্ডে করণ সিদ্ধার্থের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন, ‘সবচেয়ে অদ্ভূত কোন জায়গায় সেক্স করেছো?’ উলটো দিক থেকে জবাব আসে, ‘চেঞ্জিং রুম, আমি চেঞ্জিং রুমে যৌনতায় লিপ্ত হয়েছি’। এরপর বিস্তারিত জানতে চান করণ, প্রশ্ন করেন- ‘সেইসময় চেঞ্জিং রুমের বাইরেও কি কেউ ছিল?’ এই নিয়ে অবশ্য মুখে কুলুপ সিদ্ধার্থের। স্পষ্ট বলেন, ‘তুমি তো আগে বলোনি যে বিস্তারিত বলতে হবে’।
সিদ্ধার্থ-কিয়ারার ভালোবাসার অসংখ্য প্রমাণ এই শো-তে পেয়েছে দর্শক। এখন দেখবার বিয়ের পর্বটা কত জলদি সেরে ফেলেন ‘শেরশাহ’ জুটি। এই মুহূর্তে সিদ্ধার্থের হাতে রয়েছে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সিরিজ। এছাড়াও ‘যোদ্ধা’ ছবিতে দিশা পাটানির সঙ্গে রোম্যান্স করবেন সিদ্ধার্থ। পাশাপাশি রশ্মিকা মন্দানার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতেও কাজ করছেন তিনি। কম ব্যস্ত নন কিয়ারাও। শীঘ্রই বরুণের সঙ্গে ‘ভেড়িয়া’ এবং ভিকি কৌশলের সঙ্গে ‘মিস্টার লেলে’ ছবিতে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here