চেঞ্জিং রুমে বসে থাকলে ফর্ম ফিরবে না, বিরাটের বিশ্রাম নিয়ে মুখ খুললেন গাভাসকর
২০২২ আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্স খুব একটা ভাল নয়। এমনকি হায়দরাবাদের বিরুদ্ধেও ব্যর্থ হয়েছেন কোহলি। এদিনও তিনি গোল্ডেন ডাকে আউট হন। এরপর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তাঁকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এর আগে রবি শাস্ত্রী ও এমএসকে প্রসাদও বিরাট কোহলিকে বিশ্রাম নিতে বলেছিলেন। এবার সকলকে একহাত নিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। যারা কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তাদের নিয়ে বড় বক্তব্য দিয়েছেন সুনীল গাভাসকর।
কোহলির বিরতি নিয়ে কথা বলতে গিয়ে সুনীল গাভাসকর বলেন,‘আমার জন্য কোহলির বিরতি ঠিক ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত তিনি ভারতের হয়ে কোনও ম্যাচ মিস করবেন না। ভারতের ম্যাচের গুরুত্ব তাঁর কাছে এক নম্বর হওয়া উচিত। এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত ভারতের ম্যাচ। আপনি না খেলে ফর্ম পাবেন কিভাবে? চেঞ্জ রুমে বসে আপনার ফর্ম ফেরত আসবে না। আপনি যত বেশি খেলবেন,আপনার ফর্মে ফেরার সম্ভাবনা তত বেশি হবে।’
কোহলির খারাপ ফর্ম দেখে মাইকেল ভন তাকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই সময়,তিনি টুইট করেছিলেন যে‘কখনও কখনও একজন খেলোয়াড়ের খেলা থেকে বিরতির প্রয়োজন হয়। কোহলিকে এই সময়ে খেলা থেকে বিরতি নিতে হবে।’ উল্লেখ্য, এর আগে রবি শাস্ত্রীও কোহলিকে আইপিএল থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি ছাড়াও কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ডের গ্রেট ব্যাটসম্যান কেভিন পিটারসেন।তিনি বলেছিলেন যে কোহলি যদি তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে চান তবে তার জন্য বিরতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ।এবারের আইপিএলে কোহলিকে একটানা রানের জন্য লড়াই করতে দেখা যাচ্ছে। আইপিএল-এর চলতি মরশুমে এখন পর্যন্ত মাত্র একটি ফিফটি করেছেন বিরাট কোহলি। এ ছাড়া এবার তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
For all the latest Sports News Click Here