চেঙ্গিজ হিট হতেই বিদেশ! স্ত্রী মোহনা, মেয়ে নবন্যাকে নিয়ে ক্যামেরায় টুকি জিতের
পরিবারকে লাইমলাইট থেকে দূরেই রাখেন সুপারস্টার জিৎ। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে স্ত্রী আর বউয়ের ছবি শেয়ার করেন না। তবে আপাতত রয়েছেন অস্ট্রিয়া ট্রিপে। সেখান থেকেই ছবি শেয়ার করে নিয়েছেন। পরিবারের সঙ্গে অভিনেতার কাটানো এই মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
টলিউডে তাঁর ভক্ত সংখ্যা কিছু কম না। বাংলার ‘বস’ বলে তিনি পরিচিত। তবে দলবাজি একেবারেই করেন না। কাজের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করেন। সম্প্রতিই হিট হয়েছে তাঁর শেষ ছবি ‘চেঙ্গিজ’। যা বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছিল। অর্থাৎ প্রথম কোনও বাংলা সিনেমা যা মুক্তি পেয়েছিল প্যান ইন্ডিয়ায়।
শনিবারে তাঁর শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্ট মন জিতে নিয়েছে নেটপাড়ার। যা তোলা হয়েছে অস্ট্রিয়ার ইনসব্রুক এয়ারপোর্টে। সঙ্গে রয়েছেন স্ত্রী মোহনা এবং একমাত্র মেয়ে নবন্যা। জিত বড় চুল আটকাতে মাথায় দিয়েছেন হেয়ার ব্যান্ড। তাঁর স্ত্রী পরে আছেন একটি গোলাপি রঙের পাফার জ্যাকেট। আর মিষ্টি নবন্যা পরেছেন কালো জ্যাকেটের সঙ্গে মাল্টি কালারের টুপে। একমুখ হাসি নতুন দেশ ঘোরার আনন্দে। আরও পড়ুন: ‘ইডি আসছে!’, দেড় বছরের মাথায় ফের BMW কিনলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এবার কত দাম পড়ল?
এক অনুরাগী কমেন্টে লিখলেন, ‘সিনেমার পর্দায় বাংলার সুপারস্টার জিৎ দা। আর পর্দার বাইরে স্ত্রী, মেয়ে ও পরিবার নিয়ে বেঁচে থাকা, সবাইকে ভালোবাসা, ভালোরাখা…হ্যাঁ, এটাই সুপারস্টার জিৎ… A Perfect Family Man।’ আরেকজন লিখলেন, ‘কতদিন পর দাদা তোমাকে দেখলাম। গোটা পরিবারকে একসঙ্গে দেখতে বেশি মজা লাগছে।’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিনে জাতীয় স্তরেও মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। তবে বাংলায় ঠিকঠাক ব্যবসা করলেও, বাংলার বাইরে সেভাবে পায়ের জমি শক্ত করতে পারেনি জিতের ছবি। হিন্দি বলয়ে জোরদার প্রচার করেও সেভাবে লাভ হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় চেঙ্গিজকে ‘সুপারহিট’ তকমা দেন জিৎ নিজে।অভিনেতা সেই সময় লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেঙ্গিজ সুপারহিট, আপনাদের সকলকে ধন্যবাদ’।
sacnilk.com-এর রিপোর্টে দাবি করা হয়েছিল ‘চেঙ্গিজ’-এর বাংলা ভার্সনের দু-সপ্তাহের কালেকশন ৩.৩১ কোটি টাকা। আর হিন্দিতে এই ছবি আয় করেছে ১.৩৪ লক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে মোট ৪.৬৫ কোটির ব্যবসা হাঁকিয়েছে জিতের ‘চেঙ্গিজ’। সব মিলিয়ে মোট আয় ৫-৬ কোটি টাকা হবে। পরে স্যাটেলাইট ও ওটিটি রাইটস থেকেও যে পরিমাণ আয় করতে করবেন জিৎ, তা মন্দ হবে না।
For all the latest entertainment News Click Here