চেকের সংখ্যায় বিভ্রাট! শ্রীলঙ্কাকে হারিয়ে কত টাকা পেল পাকিস্তান, ধোঁয়াশা জারি
শুরু হয়েছে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান টেস্ট সিরিজ। দুটি টেস্ট ম্যাচ সিরিজে খেলতে শ্রীলঙ্কা উড়ে গিয়েছে পাক দল। প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। ম্যাচ হারার সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভ্রাটের মধ্যে পড়লেন পাক ক্রিকেটাররা। টেস্ট ম্যাচ জেতার পুরস্কার হিসেবে কত টাকা তারা পেয়েছেন কিছুতে তা বুঝতে পারেনি পাক দল। কারণ চেকে দুই রকম মূল্য লেখা ছিল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে ম্যাচ জেতার পুরস্কার হিসেবে চেক তুলে দেওয়া হয়। সবকিছুই ঠিকঠাক চলছিল। চেক হাতে ছবিও তোলেন অধিনায়ক বাবর। তবে বিপত্তিবাধে চেকের মূল্য দেখে। তাতে শব্দে লেখা ছিল দেড় লক্ষ টাকা। সেই চেকেই সংখ্যাতে লেখা ছিল চার লক্ষ টাকা। তাই স্বাভাবিকভাবেই পাক দল কত টাকা পেয়েছে তা কেউ বুঝতে পারছিল না। সোশ্যাল মিডিয়াতেও তা নিয়ে শুরু হয় মজা।
ঘটনা সবার নজরে আসতে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয় শ্রীলঙ্কান বোর্ড। তারা জানান ম্যাচ জেতার পুরস্কার হিসেবে পাকিস্তানের দল চার লক্ষ টাকায় পেয়েছে। চেকে ছাপার ক্ষেত্রে ভুল হয়েছিল। তার জন্য ব্যবস্থাও নিয়েছে তারা। এই বিষয়ে দুঃখ প্রকাশ করে শ্রীলঙ্কান বোর্ড একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘ম্যাচ শেষ এরপর টাকার অংক নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ম্যাচ শেষের পর সব কাজ পরিচালনার জন্য একটি বেসরকারি সংস্থার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এইরকম ভুল কিভাবে করল, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হয়। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কা বাহিনী। প্রথম ইনিংসে তারা করে ৩৫২ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান করে ৪৬১। মাথায় বেশ কিছু রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলংকা খেলতে নেমে ২৭৯ রানের অল আউট হয়ে যায়। ১৩১ রানের লক্ষ্যমাত্রা দেয় লঙ্কানরা। আর সেই রান তুলে নেয় বাবর আজমের দল।
৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। সৌদ শাকিল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে তিনি অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে বেশি রান না পেলেও তাঁর তৈরি করে দেওয়া ভিতই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
For all the latest Sports News Click Here