চূড়ান্ত ফ্লপ যুবরাজ সিং, দুরন্ত KKR-র প্রাক্তনী, রঞ্জিতে লজ্জার নজির হরিয়ানার
রঞ্জি ট্রফির শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ল হরিয়ানা। মাত্র ৪০ রানে অল-আউট হয়ে গিয়েছে হিমাংশু রানাদের দল। ঝড় তোলেন বৈভব অরোরা। চার উইকেট নেন। তিন উইকেট নেন সিদ্ধার্থ শর্মা। ইতিমধ্যে প্রথম ইনিংসে যে রানটা পেরিয়ে গিয়েছে হিমাচল প্রদেশ।
মঙ্গলবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হরিয়ানা। কিন্তু বৈভবদের দাপটে শুরুতেই চাপে পড়ে যান রানারা। তৃতীয় ওভারেই আউট হয়ে যান যুবরাজ সিং। সেই ধাক্কা সামলে ওঠার সুযোগই পায়নি হরিয়ানা। ৮.৪ ওভারেই ১২ রানে পাঁচ উইকেট পড়ে যায়। তারপর কিছুটা চেষ্টা নিশান্ত সিন্ধু। ষষ্ঠ উইকেটে ২৮ রান তোলে হরিয়ানা। ২৯ বলে ১৯ রান করেন। তিনি আউট হওয়ার পরে ধসে যায় হরিয়ানা। ২০.৪ ওভারে ৪৬ রানে অল-আউট হয়ে যায়। যা রঞ্জি ট্রফির ইতিহাসে হরিয়ানার সর্বনিম্ন স্কোর।
আরও পড়ুন: Bengal vs Uttar Pradesh, Ranji Trophy 2022-23 Live Updates: এ বার প্রীতম ধামাকা, ৭৯ করে আউট রিঙ্কু
হরিয়ানার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন নিশান্ত। হরিয়ানার চার ব্যাটার (জেজে যাদব, অংশুল কম্বোজ, এ কে চাহাল এবং এস আর চৌহান) কোনও রান করতে পারেননি। একমাত্র নিশান্ত ছাড়া হরিয়ানার কোনও ব্যাটার দু’অঙ্কের স্কোর করতে পারেননি। নিশান্তের পর দ্বিতীয় সর্বোচ্চ আট রান করেন নিশান্ত। যুবরাজ আট বলে মাত্র এক রান।
আরও পড়ুন: Ali refuses to handshake with Stokes: হার নিশ্চিত! স্টোকসের সঙ্গে হাত মেলালেন না পাকিস্তানের শেষ ব্যাটার – ভিডিয়ো
হিমাচলের হয়ে দুর্দান্ত বোলিং করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন বোলারা বৈভব। সাত ওভারে ১৫ রানে চার উইকেট নেন। ৭.৪ ওভারে ১২ রানে তিন উইকেট নেন সিদ্ধার্থ শর্মা। পাঁচ ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট নেন হিমাচলের অধিনায়ক ঋষি ধাওয়ান। এক ওভারে একটি মেডেন নিয়ে দুই উইকেট নেন কেডি সিং।
For all the latest Sports News Click Here